সিলেট ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২১
স্টাফ রিপোর্টার :: সিলেটের বিয়ানীবাজারে হত্যা ও মাদক মামলায় এক নারীসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত সিলেটের কোতোয়ালী ও জকিগঞ্জ থানা এলাকা থেকে পৃথক অভিযানে তাদেরকে গ্রেপ্তার করে বিয়ানীবাজার থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ৫ জনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
থানা পুলিশ জানায়, বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের আদিনাবাদ শেখপাড়া বাসিন্দা, চারখাই বাজারের ব্যবসায়ী কামাল হোসেন ২০১৯ সালের ১০ অক্টোবর নিখোঁজ হন। এ ঘটনার ১০ দিন পর তার বড়ভাই জালাল আহমদ বিয়ানীবাজার থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
এরপর ৩ ডিসেম্বর ছোট ভাইয়ের খোঁজ না পেয়ে ব্যবসায়ী কামাল হোসেনের ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মচারী আমির উদ্দিন ওরফে আলী হোসেনসহ ৯ জনের নামোল্লেখ ও অজ্ঞাত আরও ৩/৪ জনের বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় একটি মামলা দায়ের করেন ।
পরে মামলার তদন্ত কর্মকর্তা বিয়ানীবাজার থানার তৎকালীন পুলিশ পরিদর্শক জাহিদুল হকের নেতৃত্বে একদল পুলিশ ডিজিটাল প্রযুক্তির সহায়তায় প্রধান অভিযুক্ত আমির আলীকে গ্রেপ্তার এবং তার দেয়া তথ্যের ভিত্তিতে ব্যবসায়ী কামাল হোসেনের কঙ্কাল উদ্ধার করা হয়।
সর্বশেষ শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সিলেটের কোতোয়ালি থানা এলাকা থেকে একই মামলার এজাহারনামী আসামী আলীম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে জকিগঞ্জ উপজেলার চারিগ্রাম এলাকার মৃত মুছব্বির আলী ওয়রফে মছই মিয়ার ছেলে।
এদিকে, শুক্রবার দিবাগত রাতে বিয়ানীবাজার থানা পুলিশের পৃথক অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মো. ফারুক আহমদকে জকিগঞ্জ থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সে বিয়ানীবাজার উপজেলার জালালনগর এলাকার মৃত মনির আলীর ছেলে।
অন্যদিকে, একই রাতে পুলিশের পৃথক আরেক অভিযানে এক নারীসহ পরোয়ানাভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হচ্ছেন- রফিকুল ইসলাম দুলাল, হুমায়ুন কবির এবং একজন মহিলা।
শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায়।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd