সিলেট ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২১
স্টাফ রিপোর্টার :: সিলেটের বিয়ানীবাজারে দশ বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে। রবিবার সকাল ৮ টায় উপজেলার বৈরাগী বাজারে এই ঘটনা ঘটে বলে অভিযোগে বলা হয়। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত যুবক জকিগঞ্জ উপজেলার বেউর গ্রামের সেবুল আহমদ (৩৫)।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সকাল আটটার দিকে শিশুটির মা রান্না করছিলেন। এমন সময় প্রতিবেশী বাসায় ভাড়াটিয়া অটোরিক্সা চালক সেবুল শিশুটিকে ডেকে নিয়ে আকবর ট্রেডাসের রিক্সা গ্যারেজে বলাৎকার করে। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সেবুল পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এরপর শিশুটির বাবা থানায় অভিযোগ করেলে স্থানীয় বৈরাগী বাজার থেকে সেবুলকে গ্রেপ্তার করে পুলিশ।
বিয়ানীবাজার থানার অফির্সাস ইনর্চাজ (ওসি) হিল্লোল রায় বলেন, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে বিয়ানীবাজার থানায় ধর্ষণ মামালা দায়ের করেন। পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। শিশুটিকে সিলেট ওসমানী মেড়িক্যাল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে প্রেরণ করা হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd