সিলেটে নিখোঁজের ৫ দিন পর কিশোরী উদ্ধার : অভিযুক্ত তরুণ গ্রেফতার

প্রকাশিত: ১:২৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২১

সিলেটে নিখোঁজের ৫ দিন পর কিশোরী উদ্ধার : অভিযুক্ত তরুণ গ্রেফতার

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটে নিখোঁজের ৫ দিন পর এক তরুণের কবল থেকে কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার দিবাগত (২১ ফেব্রুয়ারি) রাত সোয়া ১২টার দিকে সিলেট মহানগরীর জালালাবাদ থানাধীন আলীনগর থেকে কিশোরীকে উদ্ধার ও অপহরণকারী হিসেবে অভিযুক্ত তরুণকে আটক করে জালালাবাদ থানাপুলিশ। বিষয়টি এক বিজ্ঞপ্তিতে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মিডিয়া শাখা নিশ্চিত করে।

এ বিষয়ে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান জানান, জালালাবাদ থানাধীন আলীনগর (দক্ষিণ) গ্রামের ময়নুল হকের ছেলে রিপন আহমদ (২২) একই এলাকার এক কিশোরী (১৭)-কে ১৭ ফেব্রুয়ারি নিয়ে পালিয়ে যান। ২০ ফেব্রুয়ারি কিশোরীর পরিবারের পক্ষ থেকে জলালাবাদ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (নং-২৪) দায়ের করেন।

এ মামলার ভিত্তিতে শনিবার দিবাগত (২১ ফেব্রুয়ারি) রাত সোয়া ১২টার দিকে রিপনের বাড়ি থেকে ওই কিশোরীকে উদ্ধার ও রিপনকে গ্রেফতার করে জালালাবাদ থানাপুলিশ।

পরে রিপনকে আদালতে সোপর্দ করা হয় এবং ওই কিশোরীকে পরিবারের হেফাজতে দেয়া হয়। এ দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিলো বলে জানা গেছে।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2021
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  

সর্বশেষ খবর

………………………..