সিলেট ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২১
ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকে নিরীহ পরিবারের লোকজনদের উপর হামলা ও গৃহবধূকে শ্লীলতাহানি এবং মারধরের খবর পাওয়া গেছে।
থানায় অভিযোগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় উপজেলার কালারুকা ইউনিয়নের কালারুকা লামাপাড়া গ্রামের দুলাল মিয়ার স্ত্রী আমিরুন বেগম (৩০) এর বসত ঘরে ডুকে প্রতিবেশী একই গ্রামের মৃত আহাদ আলীর ছেলে মইলক মিয়া (৫৫) মারধর করে। ঘটনাটি ঘটে গতকাল রোববার বিকেলে।
আহত আমিরুন বেগম জানান, শিশুদের ঝগড়াকে কেন্দ্র্র করে মইলক মিয়া তার ছেলে জুয়েল মিয়া ও তার পরিবারের লোকজন আমার বসত ঘরে ডুকে আমার পরিবারের লোকজনের উপর দেশীয় অস্ত্র সস্ত্র লাঠি ও রড দিয়ে হামলা করে এবং আমার পরনের কাপড় ধরে টানা হেচড়া করে শ্লীলতাহানি ঘটায়।
দীর্ঘ দিন ধরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় হামলা করে আমার পরিবারের লোকজনদের উপর একই ভাবে রোববারের হামলার ঘটনায় আমিরুন বেগম ও তার ছেলে মিনহাজ (৯) আহত হলে স্থানীয়রা উদ্ধার করে ঘটনাস্থল হতে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেন।
এব্যাপারে আমিরুন বেগম বাদী হয়ে ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন জানান, ঘটনাটি তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd