বালাগঞ্জে প্রবাসী ইয়াছিন আলীর বাড়িতে পুলিশের তল্লাশী

প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২১

বালাগঞ্জে প্রবাসী ইয়াছিন আলীর বাড়িতে পুলিশের তল্লাশী

বালাগঞ্জ প্রতিনিধি : বালাগঞ্জে এক প্রবাসীর বাড়িতে পুলিশ তল্লাশী চালিয়েছে। তবে বাড়ির লোকজন বলছেন পুলিশ অভিযানের নামে তাদের উপর নির্যাতন করছে। বালাগঞ্জের কোনা মধুরাইল গ্রামের মৃত মোহাম্মদ জমির আলীর পুত্র সাবেক ৬ নং পূর্ব গৌরীপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রবাসী মোহাম্মদ ইয়াছিন আলীর বাড়িতে গতকাল পুলিশ এ অভিযান চালায়। অভিযানকালে পুলিশ বাড়িতে ঢুকে প্রবাসী মোহাম্মদ ইয়াছিন আলীকে খুঁজতে থাকে। তখন ইয়াছিনের মাতা জয়তুন বিবি পুলিশকে জানান যে, ইয়াছিন প্রবাসে রয়েছে। সে কথা শুনে পুলিশ ক্ষুব্ধ হয়ে ঘরের মালামাল তছনছ ও বাড়ির লোকজনকে নাজেহাল করে বলে অভিযোগ করেছেন পরিবারের লোকজন। দীর্ঘ সময় অভিযান চালিয়ে পুলিশ কাউকে আটক করতে পারেনি এবং বাড়িতে তন্ন তন্ন করে তল্লাশী চালিয়েও কোনকিছু উদ্ধার করতে পারেনি। এসময় পুলিশ সদস্যরা ইয়াছিনের মাতাকে সর্তক করে বলেন, তাকে পুলিশের হাতে তুলে দিতে হবে সে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারবিরোধী প্রচারনা চালাচ্ছে। তাকে পেলে কঠোর ব্যবস্থা নিয়ে সমুচিত শিক্ষা দেয়া হবে। এমতাবস্থায় শংকিত ইয়াছিন আলীর পরিবারের সদস্যরা বড়ই অনিরাপত্তার মাঝে দিন কাটাচ্ছেন।
পুলিশ জানায়, গত ০৪/০৯/২০২০ ইং তারিখে ডিজিটাল নিরাপত্তা আইনে ইয়াছিন আলীর বিরুদ্ধে মামলা রয়েছে। সে প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের নিয়ে বিভিন্ন ধরনের কটুক্তিমূলক স্ট্যাটাস দিয়ে মারাত্মক অপরাধ করছে। তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়েছে।
এদিকে ২০১৫ সালে বালাগঞ্জ থানায় দায়েরকৃত অস্ত্র মামলায় মোঃ ইয়াছিন আলী ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী। ২২/১১/২০২০ ইং তারিখে দায়রা জজ এবং স্পেশাল ট্রাইব্যুনাল নং-১ এ রায় দেন। তার বিরুদ্ধে ২৭/১১/২০১৩ ইং এবং ১৮/০৯/২০১৭ ইং তারিখের আরো দুটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। তার বিরুদ্ধে আদালত থেকে তিনটি মামলায় গ্রেফতারী পরোয়ানা ইস্যু হয়েছে এবং ১টি রায়ে ১৪ বছরের কারাদন্ডের আদেশ রয়েছে।
এ ব্যাপারে বালাগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ প্রবাসী ইয়াছিন আলীর বাড়িতে তল্লাশীর সত্যতা নিশ্চিত করে জানান, সে সাজাপ্রাপ্ত আসামী। তাকে আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে এবং সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তথ্য পেলে তাকে আটক করতে পুলিশ সাড়াশি অভিযান চালাতে প্রস্তুত রয়েছে। তিনি দাবী করেন, তল্লাশীর নামে হয়রানীর অভিযোগটা সম্পূর্ণ মিথ্যে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2021
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
2728  

সর্বশেষ খবর

………………………..