সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:৫৬ পূর্বাহ্ণ, মার্চ ১, ২০২১
স্টাফ রিপোর্টার :: সিলেটের সদর উপজেলার চিহিৃত ভূমি খেকো ফয়েজ রাজা চৌধুরী ও শীর্ষ ডাকাতি মামলার আসামি মইন উদ্দিন রাজুর বিরুদ্ধে এবার শাহপরান থানা ভূমিহীনদের জমি দখলের চেষ্টা ও হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
গত ২২ ফেব্রুয়ারী সদর উপজেলার শাহপরান থানাধীন আলবারাকা বহর পশ্চিম এলাকার সরকারী খাস জমিতে দীর্ঘ দুই যুগ থেকে বসবাস করে আসছেন প্রায় ১৫০ টি ভূমিহীন পরিবার। এই পরিবারগুলোকে উচ্ছেদ করে তাদের জমি দখলের জন্য বেপরোয়া হয়ে উঠছেন ভূমি খেকো ফয়েজ রাজা ও শীর্ষ অপরাধী মইন উদ্দিন। তারা দুই জনের নেতৃত্বে বার বার এই ভূমিহীন পরিবারগুলোকে উচ্ছেদ করতে তাদের উপর সন্ত্রাসী হামলা চালানোর অভিযোগ উঠেছে। হামলা ও ভাংচুরের ঘটনায় গত (২৩ ফেব্রুয়ারী) মঙ্গলবার থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন বিআইডিসি আল-বারাকা আবাসিক এলাকার বাসিন্দা নুর মিয়ার মেয়ে রোকসানা বেগম। অভিযোগে ভূমিদস্যু ফয়েজ রাজা চৌধুরী ও মইন উদ্দিন রাজসহ ৬জনকে অভিযুক্ত করা হয়।
এ হামলা ও ভাংচুরের ঘটনায় ভূমিদস্যুদের বিরুদ্ধে বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় একাধিক সংবাদ প্রকাশিত হয়। পরে তারা ক্ষিপ্ত হয়ে সংবাদ প্রকাশ না করার জন্য সাংবাদিকদের মোবাইল ফোনে হুমকি প্রধান করেন। এরপর ভূমিদস্যু ফয়েজ রাজা চৌধুরী নিজেদের ভালো লোক প্রমাণ করতে থানায় একটি সাজানো অভিযোগ দাখিল করেন। অভিযোগ করে শান্ত হয়নি ভূমিদস্যুরা। তারা নাম মাত্র একটি ভূইফোড় অনলাইন নিউজ পোর্টালে একটি প্রতিবাদ সংবাদও প্রকাশ করান। সেই সংবাদে তিনি জমি দখলের বিষয়টি নিশ্চিত করেছেন। অবশেষে তিনি প্রতিবাদ সংবাদের মাধমে নিজেকে ভূমিদস্যু প্রমাণ করলেন।
ফয়েজ রাজা চৌধুরী একজন চিহিৃত ভূমিখেকো ও শীর্ষ অপরাধী মইন উদ্দিন রাজুর। তাদের বিরুদ্ধে এসএমপির শাহপরান ও কোতোয়ালী থানায় ডাকাতি ও ভূমি দখলসহ বিভিন্ন মামলা রয়েছে। সম্প্রতি ফয়েজ রাজার বিরুদ্ধে খাদিমপাড়া ইউনিয়নের বহর এলাকায় ৫০ কোটি টাকার জমি দখলের চেষ্টা করেন তিনি। সেই বিষয়টি নিয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।
বিগত ২০১৬ সালে সিলেট জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তার শাহপরান আল বারাকা গ্রীণ সিটির বাসায় বন্দুক ধরে দুই লক্ষ টাকার মালামাল লুট করা হয়। ওই আলোচিত ডাকাতি মামলার প্রধান আসামি হলেন ফয়েজ রাজা চৌধুরীর সহযোগী ও শীর্ষ অপরাধী মইন উদ্দিন রাজুর।
এই দুই অপরাধী একত্রিত হয়ে ভূমিহীনদের উচ্ছেদ করতে বার বার জমি দখলের চেষ্টা ও সন্ত্রাসী হামলা চালিয়ে যাচ্ছেন। থানায় অভিযোগ দাখিল করলেও বিষয়টি এখনও পুলিশের কাছে তদন্তাধীন রয়েছে। এই অপরাধীরা বার বার আইনের চোঁখে ধুলো দিয়ে চালিয়ে যাচ্ছে বড় বড় অপরাধ মূলক কর্মকান্ড।
বর্তমানে রোকসানা বেগমের অভিযোগটির দায়িত্ব প্রধান করা হয়েছে শাহপরান তদন্ত কেন্দ্রের ইনচার্জ সারোয়ার হোসেনকে। তিনি এখন ঘটনাস্থল পরিদর্শন করেননি। যার ফলে আতঙ্কে রয়েছে এই ভূমিহীন পরিবারগুলো।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd