সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:১৫ অপরাহ্ণ, মার্চ ১, ২০২১
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট রেঞ্জ পুলিশের অতিরিক্ত উপ-মহা পুলিশ পরিদর্শক (ডিআইজি) হিসেবে যোগ দিয়েছেন মো. গিয়াস উদ্দিন আহমদ, পিপিএম। রোববার (২৮ ফেব্রুয়ারি) তিনি সিলেট ডিআইজি কার্যালয়ে যোগ দেন।
মো. গিয়াস উদ্দিন আহমদ ২০তম বিসিএসের মাধ্যমে ২০০১ সালে পুলিশ বাহিনীতে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। কর্মজীবনে তিনি রাজবাড়ী জেলা, আরআরএফ সিলেট, সিলেট জেলা, ঠাকুরগাঁও জেলা, ডিএমপি ঢাকা, পঞ্চগড় জেলায় (পুলিশ সুপার হিসেবে), এসবি ঢাকা এবং এসএসএফসহ পুলিশের বিভিন্ন ইউনিটে গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করেন। কর্মক্ষেত্রে কৃতিত্বপূর্ন কাজের স্বীকৃতির হিসেবে প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম) পদকে ভূষিত হন। তিনি ২০০৮ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আইভোরিকোস্টে পুলিশ অবজারভার হিসেবে দায়িত্ব পালন করেন।
মো. গিয়াস উদ্দিন আহমদ ১৯৭৩ সালে কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গনযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে অনার্স ও মাষ্টার্স ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি দেশ বিদেশে পুলিশ সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বপূূর্ণ প্রশিক্ষন গ্রহন করেন।
দায়িত্ব পালন কালে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd