সুনামগঞ্জে নির্মাণকাজ শেষের আগেই ১৫ কোটি টাকার সেতু ধসে খালে!

প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, মার্চ ১, ২০২১

সুনামগঞ্জে নির্মাণকাজ শেষের আগেই ১৫ কোটি টাকার সেতু ধসে খালে!

ক্রাইম সিলেট ডেস্ক : সুনামগঞ্জ-জগন্নাথপুর সড়কের কোন্দানালা খালের ওপর ১৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতু ধ্বসে খালের মধ্য পড়ে গেছে। রোববার বিকালে গার্ডার বসানোর সময় হাইড্রোলিক জ্যাক বিকল হয়ে সেতুটি ধ্বসে গেছে বলে ঘটনাস্থল পরিদর্শনকারী সুনামগঞ্জ সওজের উপ-সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান সোমবার জানান। তিনি জানান, ১৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন এই ব্রিজের ৭০ ভাগ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে।

জানা জানায়, ২০২০ সালের সুনামগঞ্জের পাগলা-জগন্নাথপুর- রানীগঞ্জ সড়কে জরাজীর্ণ সেতুগুলো ভেঙে ১১০ কোটি টাকা ব্যয়ে সাতটি সেতু নির্মাণের কাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। কাজ বাস্তবায়নের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান এমএম বিল্ডার্স।

সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের -প্রকৌশলী মোস্তাফিজুর রহমান আরও জানান, নিম্নমানের সামগ্রী নয়, মেকানিক্যাল কারণে সেতুর গার্ডার ধসে গেছে। সেতুর মূল কাঠামোর কোনোরূপ ক্ষতি হয়নি। ধসে যাওয়া গার্ডারগুলো ঠিকাদারি প্রতিষ্ঠান ঢাকার এমএম বিল্ডার্স তার নিজ খরচে অপসারণ করে নতুন করে গার্ডারগুলো বসিয়ে দিবে। তবে তাদেরকে এই কাজের বিলও দেওয়া হয়নি। প্রাক্কলন অনুযায়ী তাদেরকে সঠিকভাবে কাজ করতে হবে।

এদিকে সোমবার দুপুরে ধসে যাওয়া সেতুটি সড়ক ও জনপথ বিভাগের ঢাকা থেকে আগত একটি টিম, সুনামগঞ্জ সওজ নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলামসহ সংশ্লিষ্টরা পরিদর্শন করেছেন।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..