সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:৩১ পূর্বাহ্ণ, মার্চ ১৬, ২০২১
বিশ্বনাথ প্রতিনিধি :: তিনদিন আগে প্রশাসনের চোঁখ ফাকি দিয়ে উখিয়ার ১১নং ক্যাম্প থেকে বেরিয়ে আসে রোহিঙ্গা যুবক। তার নাম মো. আবু তাহের।
সে মায়ানমারের আকিয়াব জেলার মন্ডু খানার শিলখালী গ্রামের আবুল হোসেনের পুত্র। আজ সোমবার (১৫ মার্চ) মাগরিবের নামাজ পড়ে বিশ্বনাথ পৌরশহরের নতুনবাজারস্থ জামেয়া মাদানিয়া মাদ্রাসা মসজিদে। নামাজ শেষে মুসল্লীদের কাছ থেকে সাহায্য তুলে।
এসময় মুসল্লীরা তাকে আটক করেন এবং বিশ্বনাথ প্রেস ক্লাব সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন রোহিঙ্গা যুবককে থানায় হস্তান্তর করেন।
আটককৃত যুবক আবু তাহের জানান, পালিয়ে আসার সময় প্রশাসনের কেউ দেখেনি। ক্যাম্প থেকে বেরিয়ে এসে ট্রেনে করে সে সিলেট আসে এবং পরে বিশ্বনাথে আসে।
থানার অফিসার ইন-চার্জ শামীম মুসা বলেন, রোহিঙ্গা যুবককে ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করা হবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd