সিলেটে করোনার ঝুঁকির মধ্যেই চলছে খেলার মাঠে মেলা, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২১

সিলেটে করোনার ঝুঁকির মধ্যেই চলছে খেলার মাঠে মেলা, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের কোন স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই চলছে খেলার মাঠে বাণিজ্য মেলা। এছাড়া হাসপাতাল, সরকারী-বেসরকারী অফিস, রাস্তাঘাট, হাট-বাজার ও গণপরিবহনে মানা হচ্ছে না শারীরিক দূরত্ব। করোনাভীতি থাকলেও মাস্ক ব্যবহারের আগ্রহ নেই মানুষের। একইভাবে ভাটা পড়েছে ‘নো মাস্ক নো সার্ভিস’ নীতিতেও। মেলার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে নো মাস্ক, নো সার্ভিস লেখা থাকলেও খোদ বিক্রেতারাই মাস্ক ছাড়াই বেচাকেনা করছে। স্বাস্থ্যবিধি মানতে মাঠে জনসচেতনতা মূলক প্রচারণা ও মাস্ক বিতরন শুরু করেছে সিলেটের পুলিশ প্রশাসন। কিন্তু এত কিছুর পর মেলা ভিড় জমান শত শত মানুষ।তবুও মুখে নেই মাস্ক।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা গেছে, রোববার (২১ মার্চ) সিলেটের চারটি ল্যাবে ৭৭৩ জনের শরীরের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। ভয়বহ রূপ ধারণ করতে শুরু করেছে করোনা ভাইরাস।

করোনার মধ্যে ঝুঁকি যেনেও নগরীর শাহী ঈদগাহ খেলার মাঠে পণ্য প্রদর্শনীর নামে চলছে বাণিজ্য মেলা। সেখানেও স্বাস্থ্যবিধির বালাই নেই। প্রতিদিনই শত শত মানুষ ভিড় করছেন মেলার মাঠে। মেলায় আসা অধিকাংশ নারী-পুরুষ ও শিশুদের মুখে মাস্ক নেই।

সংশ্লিষ্টরা বলছেন, স্বাস্থ্যবিধি মানতে নির্দেশনা জারি করা আছে। প্রতিটি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে বিশেষ করে মাস্ক পরা নিয়ে লোকজনের উদাসীনতা চরম মাত্রায় উঠেছে। যার ফলে সামনের দিনগুলোয় সংক্রমণ পরিস্থিতি আরো খারাপ হওয়ার আশঙ্কা করছেন তারা।

এদিকে, করোনার ঊর্ধ্বগতি কমাতে আবার আগের অবস্থায় যাচ্ছে সরকার। বিয়ে, সভা-সমাবেশসহ যেকোনো সামাজিক অনুষ্ঠান বন্ধ করতে বা কমাতে ইতোমধ্যেই জেলা প্রশাসক, সিভিল সার্জন ও ইউএনওদের চিঠি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অ্যান্টিজেন টেস্ট বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি গুটিয়ে ফেলা কোভিড হাসপাতালগুলো আবার চালু হচ্ছে। জেলা হাসপাতালের কোভিড বেডে আবার রোগী ভর্তি শুরু হয়েছে।

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আ.ন.ম বদরুদ্দোজা বলেন, সরকারের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মানতে নির্দেশনা জারি করা আছে। আমরা প্রতিটি প্রতিষ্ঠানকে স্বাস্থ্যবিধি মেনে সেবাদান করতে বলে দিয়েছি। করোনা মহামারি থেকে বাঁচতে সকলকে সচেতন হতে হবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..