সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২১
সিলেট :: দৈনিক সিলেটের দিনরাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাংবাদিক মুজিবুর রহমান ডালিমের বাসায় মাদক সন্ত্রাসীদের হামলা ঘটনায় দায়েরকৃত মামলায় ৫ আসামির ফের জামিন নামঞ্জুর করেছে আদালত। রোববার ৫ দুর্বৃত্ত আদালতে জামিন প্রার্থনা করেন। আদালত জামিন না মঞ্জুর করেন।
এর আগে ১১ মার্চ ওইসব দুর্বৃত্ত আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।
মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজ ওই ৬ দুর্বৃত্ত হলেন সিলেট শহরতলির খাদিম চৌমুহনী শাহপরান আবাসিক এলাকার স্বাক্ষাৎ তাতী (২০), শাকিল মিয়া (৪৫), শাওন তাতী (২৫), শয়ন নায়েক রাজ (২৫) ও বিশ্বজিৎ তাতী (২১)।
মামলার চার্জশিট থেকে জানা গেছে, সাংবাদিক ডালিম শহরতলির খাদিম চৌমুহনীস্থ শাহপরান উপশহর আবাসিক এলাকায় তার ক্রয়কৃত জায়গায় বাসা তৈরি করে বসবাস শুরু করলে আসামি সাক্ষাৎ তাতী, শাকিল মিয়া, শাওন তাতী, সুগা রানী তাতী, শয়ন নায়েক রাজ ও বিশ্বজিৎ তাতী সাংবাদিক ডালিমের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবী করে। সাংবাদিক মুজিবুর রহমান ডালিম চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আসামীগণ বিভিন্ন সময় তাকে হুমকি প্রদর্শন করে। গত বছরের ২৭ নভেম্বর রাত ৮ টার দিকে আসামীগণ সাংবাদিক ডালিমের বাসায় হামলা চালায়। আসামিরা বাসার গেইট ভেঙ্গে জোরপূর্বক ভেতরে প্রবেশ করে। এ সময় তারা বন্ধ করা দরজাও ভেঙ্গে ফেলে। এছাড়া ড্রয়িং রুমের জানালার থাই, ঘরের বাইরে থাকা সিসিটিভি ক্যামেরা ভাংচুর করে। এ সময় তারা এলোপাতাড়ি ইটপাটকেল নিক্ষেপ করে। আসামিরা ঘরের ভেতরে রাখা ইলেকট্রিক সামগ্রী, দুটি সিসি ক্যামেরা চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় সাংবাদিক ডালিম শাহপরান থানায় শাহপরান উপশহর এলাকার মাদকের হাটের নিয়ন্ত্রক সুগা রানী তাতীসহ ৭ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলায় আসামী করা হয় শাহপরান উপশহরের বাসিন্দা মৃত সোনা তাতীর ছেলে সাক্ষ্যাৎ তাতী, শাকিল মিয়া, কানাই তাতীর ছেলে শাওন তাতী, শাকিল মিয়ার স্ত্রী মোছা রীনা বেগম ওরফে রুনী তাতী উরফে রীমা বেগম, কানাই তাতীর মেয়ে লাইলী তাতী ওরফে শ্যামলী ও খাদিম চা বাগান এলাকার কালা ময়নাকে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd