সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:৫৭ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২১
গোয়াইনঘাট প্রতিনিধি :: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফর বিরোধী বিক্ষোভে এবং পুলিশের গুলি ও সরকার– সমর্থকদের হামলায় নিহত এবং হতাহতের ঘটনায় রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সকাল থেকে সিলেটের জৈন্তাপুর উপজেলার সারীঘাট এলাকায় দফায় দফায় মিছিল, সমাবেশ ও সড়ক অবরোধ করেছে সংগঠনটির নেতা-কর্মীরা।
দিনব্যাপী পিকেটিং শেষে বিকেল সাড়ে ৫টায় জৈন্তাপুর উপজেলার সারীঘাট দক্ষিণ পাড়স্থ গোয়াইনঘাট রাস্থার ত্রিমুখী পয়েন্টে পিকেটিং পরবর্তী আসরের নামাজ শেষে সারীঘাট জামেয়া ক্কোর-আনিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা আলী আমজদ’র পরিচালনায় এবং মোনাজাতের মাধ্যমে হরতাল প্রত্যাহার করে মাদ্রাসার বামপন্থী নেতাকর্মীরা।
সারীঘাট জামেয়া ক্কোর-আনিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা আবদুল হান্নান, বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী- সেই দেশের প্রধানমন্ত্রী হিসেবে নয় ব্যক্তি মোদী হিসেবে তাঁর হাত বার বার ভারতের মুসলমানদের রক্তে রঞ্জিত হয়েছে। এখন ক্ষমতায় আসার পর একই অবস্থা চলছে।
এমন অবস্থায় আমাদের দেশে ৯০ শতাংশ মুসলমান হিসেবে আমরা তাকে স্বাগত জানাতে পারি না। ইসলামপন্থী সংগঠনগুলো এর আগে ভারতে গরুর মাংস খাওয়ার অভিযোগে মানুষ পিটিয়ে মারা, এনআরসি, গুজরাটের দাঙ্গা এসব ইস্যু নিয়ে নরেন্দ্র মোদী বিরোধী মনোভাব দেখিয়ে এসেছে আগামীতেও থাকবে। দিনব্যাপী জৈন্তাপুর উপজেলার সারীঘাট উত্তর পাড়-সারীঘাট দক্ষিণ পাড়, দরবস্থ, হরিপুর, বাঘের সড়ক, আসাম পাড়া এলাকায় বামপন্থীদের কড়া পিকেটিংয়ের কারণে কোন যানচলাচল করতে পারেনি। অপর দিকে গোয়াইনঘাট উপজেলার প্রধান প্রধান সড়ক ও বিভিন্ন হাটবাজারে হরতালের প্রভাব পড়লেও যানচলাচলে ছিলোনা কোন পিকেটিং। তবে হরতালে ভাংচুরের ভয়ে দূরপাল্লার কোন বাস চলাচল করতে দেখা যায়নি।
সকাল ১০টার দিকে উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের রাধানগর বাজার, নবগঠিত পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের আব্দুলমহল, পূর্ব আলীরগাঁও ইউনিয়নের সারীঘাটে বামপন্থীদের পিকেটিং থাকলেও গোয়াইনঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নূর হোসেন নির্ঝর ও গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ এবং থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ’র সাহসী বিচক্ষণতায় এসকল পিকেটিং পন্ড করে পুলিশ। সন্ধ্যা ৬টায় হরতাল প্রত্যাহারবদী গোয়াইনঘাট থানা পুলিশ নিরংকুশ দ্বায়িত্ব পালনে ছিল তৎপর। যার কারণে গোয়াইনঘাট উপজেলার কোথাও বামপন্থীদের পিকেটিং সফলভাবে পালন করা সম্ভব হয়নি।
বামপন্থীদের পিকেটিং বিষয়ে গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ বলেন, যানচলাচল ও যাত্রী সাধারনের ভোগান্তি এবং জনগনের জানমালের নিরাপত্তা নিশ্চিত করনে গোয়াইনঘাট থানা পুলিশ অতন্দ্র প্রহরী হিসেবে দিনব্যাপী পিকেটিং প্রতিরোধে ছিল তৎপর। যার কারণে দেশের বিভিন্ন জায়গায় অপ্রতিকর ঘটনা ঘটলেও গোয়াইনঘাট ছিল সম্পুর্ন নিরাপদ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd