সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২১
ক্রাইম সিলেট ডেস্ক : আধিপত্য বিস্তার নিয়ে বাগেরহাটের মোংলা উপজেলায় তৃতীয় লিঙ্গের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিলা (২২) ও শিখা (৫৫) নামে দুজন আহত হয়েছেন। সোমবার (২৯ মার্চ) রাতে উপজেলার মামারঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
মঙ্গলবার (৩০ মার্চ) আহত শিলা ও শিখা সাংবাদিকদের জানান, মোংলা, রামপাল ও খুলনার দাকোপ উপজেলার বিভিন্ন এলাকায় দুটি গ্রুপে ভাগ হয়ে তারা কালেকশনসহ সামাজিক কর্মকাণ্ড করবেন। এজন্য তারা তৃতীয় লিঙ্গের প্রেমা ও হাসির সঙ্গে ৩০০ টাকার স্ট্যাম্পে চুক্তি করেন। কিন্তু কিছুদিন না যেতেই সেই চুক্তি না মেনে প্রেমা শিলা ও শিখার এলাকায় ঢুকে কালেকশন শুরু করেন। এতে তারা বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে সোমবার রাতে তাদের ওপর হামলা করেন প্রেমাসহ তাদের দলের অন্যরা। এতে শিলা ও শিখা আহত হন। তারা এ ঘটনায় মামলা করবেন বলে জানান। অভিযোগ অস্বীকার করে প্রেমা দাবি করেন, তিনি কাউকে মারধর করেননি। বরং শিখা ও শিলা তাদের মারধর করেছেন।
মোংলা থানার সেকেন্ড অফিসার মো. জাহাঙ্গীর আলম বলেন, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd