সিলেট ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:৪২ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২১
ক্রাইম সিলেট ডেস্ক : নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে ডুবে যাওয়া যাত্রীবাহী লঞ্চটি ১৮ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। সোমবার (৫ এপ্রিল) সাড়ে ১২টায় উদ্ধারকারী জাহাজ প্রত্যয় ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধার করে।
লঞ্চের ভেতর থেকে একের পর এক লাশ উদ্ধার করে উদ্ধারকারী দল। এসময় সেখান থেকে ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে লঞ্চডুবির ঘটনায় মোট ২৬ জনের লাশ উদ্ধার করা হলো।
এরআগে একইদিন দুপুর ১২টায় দুইবার লঞ্চটিকে অর্ধেকের বেশি তোলা হলেও আবার ডুবে গেছে। তবে আশঙ্কা করা হচ্ছে ভেতরে আরো মরদেহ আটকে থাকতে পারে। এদিকে উদ্ধার কাজে অংশ নেয় কোস্টগার্ড, নৌ-পুলিশ ও ফায়ার সাভিসের সদস্যরা।
নারায়ণগঞ্জ ফায়ার সাভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন লঞ্চ ও ২৬ জনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, শীতলক্ষ্যা নদীতে রোববার (৪ এপ্রিল) সন্ধ্যার দিকে লঞ্চডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় ওইদিন পাঁচ নারীর মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা। এরমধ্যে সন্ধ্যায় এক তরুণীর মরদেহ উদ্ধার করে হাসপাতালে আনা হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd