সিলেট ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৩:১০ পূর্বাহ্ণ, এপ্রিল ১৫, ২০২১
কোম্পানীগঞ্জ প্রতিনিধি :: সিলেটের কোম্পানীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলছে সাঁড়াশি অভিযান। থানা পুলিশের নিয়মিত অভিযানে প্রায়ই ধরা পড়ছে মাদক কারবারিরা। বুধবার রাত ১০টার দিকে উপজেলার টুকের বাজার এলাকা থেকে ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে কোম্পানীগঞ্জ থানার পুলিশ।
কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মজিবুর রহমান এর নেতৃত্বে এসআই আবু সায়েম চৌধুরী, এসআই আনোয়ার হোসেন, এসআই শফিকুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিক্তিতে টুকের বাজারের সফর মিয়ার ক্রাশার মিলের পশ্চিম পাশ থেকে ১৮০ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ সহ এ ২ জনকে গ্রেফতার করেন।
গ্রেফতার কৃতরা হলেন, পুরান মেঘের গাঁও গ্রামের মঈন উদ্দিনের ছেলে ইমরান আহম্মদ (২৪) ও উত্তর রাজনগর গ্রামের ইউনুছ আলীর ছেলে আলী হোসেন।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল জানান, কোম্পানীগঞ্জ উপজেলায় মাদক কারবারীদের স্থান নেই। আমি থানায় যোগদানের পর থেকেই নিয়মিত মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, চুরি-ডাকাতিসহ সকল প্রকার অপরাধের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালাচ্ছি। কোম্পানীগঞ্জের আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে সর্বদা কোম্পানীগঞ্জ থানা পুলিশ তৎপর রয়েছে। আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছি। মাদকের বিরুদ্ধে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd