সিলেট ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:১৩ পূর্বাহ্ণ, মে ৮, ২০২১
তাহিরপুর প্রতিনিধি :: সুনামগঞ্জের তাহিরপুরে গ্রাম পুলিশ সদস্য হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকায় ইয়াসিন মিয়া (২০) নামে এক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শুক্রবার বিকালে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার রাতে নিহতের বোন জাহানারা বাদী হয়ে অজ্ঞাত নামা কয়েকজনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন।
গ্রেফতার ইয়াসিন উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের মাটিকাটা গ্রামের সামছু মিয়ার ছেলে।
হত্যাকাণ্ডের শিকার গ্রাম পুলিশ আব্দুর রউফ উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বোরোখারা গ্রামের মৃত আব্দুর রশীদের ছেলে। চার শিশু সন্তানের জনক রউফ উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশ সদস্য হিসাবে কর্মরত ছিলেন।
শুক্রবার সন্ধ্যায় থানার ওসি মো. আব্দুল লতিফ তরফদার এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এ হত্যাকাণ্ডে আরও দুইজন জড়িত রয়েছে বলে ধারণা করছি। আসামি ইয়াসিনকে রিমান্ডে নিয়ে আসার পর অন্যদের জড়িত থাকার ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে থাকা সোলার প্যানেলের ব্যাটারি চুরি করে নিয়ে যাওয়ার পথে বাধা দেওয়ায় উপজেলার বোরোখাড়া গ্রামে আব্দুর রউফকে ছুরিকাঘাতে হত্যা করে চোরেরা।
এ ঘটনায় র্যাপিড এ্যাশন ব্যাটালিন (র্যাব) ৯ সিলেট, সিপিসি-৩ সুনামগঞ্জের অধিনায়ক লে. কমান্ডার মো. সিঞ্চন আহমেদ শুক্রবার রাতে জানান, এ হত্যাকাণ্ডে জড়িত আরও দুইজনকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ক্লুলেস হত্যাকাণ্ডের বিষয়টি জানানো হবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd