সিলেট ৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:১৩ পূর্বাহ্ণ, মে ২৩, ২০২১
গোয়াইনঘাট প্রতিনিধি :: এশিয়া মহাদেশের অন্যতম জলার বন রাতারগুল সোয়াম্প ফরেস্টে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
(২২ মে) শনিবার সকাল ১১ টা থেকে রাতারগুল জলার বন এলাকা থেকে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনাকারী টীম প্লাস্টিকের বোতল, পলিথিন, চকলেট- চিপস এর প্যাকেট, সিগারেট সহ নানান ধরনের আবর্জনা সংগ্রহ করেন।
দিনব্যাপী এ অভিযানে ৭ টি নৌকা একযোগে ৪৩ জন অংগ্রহন করে সংগ্রহ করেছেন প্রায় এক মন
প্লাস্টিকের বর্জ্য। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমানের নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযানের অংশগ্রহন করেন রাতারগুল বন বিভাগের বিট অফিসার, স্থানীয় মেম্বার, স্বেচ্ছাসেবী সংগঠন, নৌকার মাঝি এবং বনের আশেপাশের গ্রামবাসী সহ সকলের স্বতস্ফুর্ত অংশগ্রহনে আজকে এ কর্মসূচি
বাস্তবায়ন করা হয়েছে | গোয়াইনঘাটের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এ কার্যক্রমে অংশগ্রহনের অনুরোধ জানালে বিশ্ববিদ্যালয় পড়ুয়া অনেক ছাত্র এ কার্যক্রমে অংশগ্রহণ করেন। এসময় গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান বলেন, ইউএনও গোয়াইনঘাট’ ফেইসবুক গ্রুপে আগ্রহী সকলকে এ কার্যক্রমে অংশগ্রহণের আহবান জানালে আশপাশে গ্রামের মানুষের বিপুল সাড়া পাওয়া যায়, যা এ বনের প্রতি মানুষের ভালোবাসা প্রমান করে।
অংশগ্রহণকারী সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। তিনি আরো বলেন, বনবিভাগকে এ বিষয়ে তদারকি বৃদ্ধি করার নির্দেশনা দেয়া হয়েছে। বনের সহ ব্যবস্থাপনা কমিটির কার্যক্রম আরো বাড়াতে বলা হয়েছে। যে সকল মাঝি পর্যটকদের বনের ভেতরে নিয়ে যান তাদের এ সকল বর্জ্য যাতে পানিতে না ফেলা হয় যে বিষয়ে সজাগ দৃষ্টি রাখার নির্দেশনা দেয়া হয়েছে। উপজেলা পর্যটন উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বনের ভেতর পর্যটকদের খাবার গ্রহন নিষিদ্ধ করার পরিকল্পনা নেয়া হয়েছে। এ বন সংরক্ষণে স্থানীয় জনগন ও প্রশাসন ছাড়াও পর্যটকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তাদের প্রতিও দায়িত্বশীল নাগরিক দায়িত্ব পালন প্রত্যাশিত।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd