সিলেটে সাংবাদিক লিটনের রহস্যজনক মৃত্যু, নেপথ্যে মিথ্যা মামলা ও অপপ্রচার

প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, জুন ৪, ২০২১

সিলেটে সাংবাদিক লিটনের রহস্যজনক মৃত্যু, নেপথ্যে মিথ্যা মামলা ও অপপ্রচার

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার থানাধীন গঙ্গানগর চক গ্রামে নিজ বাড়িতে সাংবাদিক নিজামুল হক লিটনের রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে নিজ বসতকক্ষে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে নিহতের পরিবার জানায়। শুক্রবার (৪ জুন) সকালে মোগলাবাজার থানা পুলিশ লিটনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। লিটনের ১ ছেলে ও ১ মেয়ের রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন লিটনের ভাগ্নে জাহেদ আহমদ। তিনি বলেন, বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে সবাই যার যার ঘরে চলে যাই। রাত ৩টার দিকে আমাদের নানার চিৎকার শুনে সবাই ঘর থেকে বের হয়ে দেখি মামার লাশ ঝুলে আছে। এসময় পরিবারের দুজন ওড়না কেটে লাশটি নীচে নামান।

এ ব্যাপারে মোগলাবাজার থানার এসআই শিপু কুমার জানান, প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে সাংবাদিক লিটন আত্মহত্যা করেছেন। তবুও পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। ময়নাতদন্তের জন্য তার লাশ সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছ। আজ শুক্রবার বাদ মাগরিব গঙ্গানগর চক গ্রামে জানাযা অনুষ্টিত হবে।

সাংবাদিক লিটন আত্মহত্যার নেপথ্যে দক্ষিণ সুরমার আব্দুর রহিম (রা:) এর খাদিম পরিচয়দানকারী শহীদ।

সম্প্রতি পরিচয়দানকারী শহীদ সাংবাদিক লিটনকে সংবাদ প্রকাশের কথা বলে ওই মাজারে নেয়। সেখানে যাওয়ার পর কিছু লোক লিটনকে গাঁজা ব্যবসায়ী অপবাদ দিয়ে মারধর শুরু করে। তাদের নির্যাতনে লিটন চিৎকার করে কাঁদে। কিন্তু বন্ধ হয়নি লিটনের উপর নির্যাতন। নির্যাতন শেষে গাঁজা দিয়ে পুলিশের হাতে তোলে দেওয়া হয়। এমনকি তাকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল করা হয়।

এত কিছুর পর নিরব ভূমিকা পালন করেন সিলেট জেলা প্রেসক্লাব এর নেতৃবৃন্দ।

লিটন জামিনে বেরিয়ে আসার পর তার চোখে পড়ে এ সকল ভিডিওসহ নানাবিদ ছবি। লজ্জায় লিটন সে নিজেকে শেষ করে দেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত লিটনের লাশ ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

লিটন সিলেট জেলা প্রেসক্লাব এর সদস্য ও দৈনিক খোলা কাগজ পত্রিকার সাংবাদিক ছিলেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..