গোয়াইনঘাটে বঙ্গবন্ধুর শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২১

গোয়াইনঘাটে বঙ্গবন্ধুর শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাটে যথাযথ মার্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। ১৫ই আগস্ট রোববার সকাল ১০টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন উপজেলা প্রসাশন, উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ, গোয়াইনঘাট প্রেসক্লাব, গোয়াইনঘাট সার্কেল, গোয়াইনঘাট থানা পুলিশ, গোয়াইনঘাট সরকারি কলেজ, উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, মাধ্যমিক শিক্ষক সমিতি সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন।

রবিবার দুপুর ১২ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মিলনায়তনে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনো মোঃ তাহমিলুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালভাবে অংশগ্রহণ করে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমোন আহমদ এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ ইব্রাহিম, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহিলা ভাইস চেয়্যারম্যান আফিয়া বেগম, সহকারী পুলিশ সুপার গোয়াইনঘাট সার্কেল প্রবাস কুমার সিংহ, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক, ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ, সহকারী কমিশনার ভুমি নুর হোসেন নির্ঝর, ওসি গোয়াইনঘাট পরিমল চন্দ্র দেব, জেলা আওয়ামীলীগের সদস্য ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এমএ মতিন ও সাবেক সভাপতি মনজুর আহমদ, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ আছলম, ভারপ্রাপ্ত সেক্রেটারি ইসমাইল আলী, যুগ্ম-সম্পাদক সুভাস চন্দ্র পাল ছানা, ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক শামছুল আলম, সাংগঠনিক সম্পাদক এডভোকেট জামাল উদ্দিন ও ফরিদ আহমদ শামিম, সাবেক ইপি চেয়ারম্যান লোকমান উদ্দিন আহমদ, যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, স্বেচ্ছা সেবকলীগ সভাপতি নজরুল ইসলাম ও ছয়ফুল আলম আবুল, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি কামাল আহমদ ও সেক্রেটারি গোলাম সারওয়ার। উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা লুৎফুল হক, মুজিবুর রহমান, কামরুল হাসান, দেলোয়ার হোসেন, সুবাস দাশ, ওলি উল্লাহ, নজরুল ইসলাম, যুবলীগ নেতা আহমেদ মুস্তাকিন, নজরুল ইসলাম, গোলাম কিবরিয়া রাসেল, গোলাম করিম শামিম, ছাত্রলীগ নেতা গোলাম রবাবানী সুমন, অনুষ্ঠান শেষে উপজেলা হাসপাতালে খাদ্য বিতরন করা হয় এবং উপজেলা কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..