এবার থেকে প্রতি সপ্তাহে পুরস্কৃত হবেন এসএমপি’র ট্রাফিক সদস্যরা

প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২১

এবার থেকে প্রতি সপ্তাহে পুরস্কৃত হবেন এসএমপি’র ট্রাফিক সদস্যরা

ক্রাইম সিলেট ডেস্ক : এবার থেকে সাপ্তাহিক কর্মমূল্যায়নের ভিত্তিতে সর্বোচ্চ সেবাদানকারী কর্মকর্তাকে সাপ্তাহিক শ্রেষ্ঠ অফিসারের পুরস্কার প্রদান করবে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগ।

মঙ্গলবার (১৭ আগস্ট) ট্রাফিক পুলিশের ৬ সদস্যকে পুরস্কার প্রদানের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু করে এসএমপি। এসএমপি’র উপ-কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদের কার্যালয়ে সকাল ১১ টায় এ পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কারপ্রাপ্তরা হচ্ছেন- সার্জেন্ট মো. নুরুল আফসার ভূইয়া, সার্জেন্ট সুবীর তালুকদার, সার্জেন্ট জয়ন্ত চন্দ্র দাস, সার্জেন্ট পাংকু তালুকদার, সার্জেন্ট নুরুল হুদা মোড়ল ও টিএসআই মো. ওয়াহেদুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন এসএমপি’র উপ-কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ, অতিরিক্ত উপ-কমিশনার জ্যোতির্ময় সরকার পিপিএম (ট্রাফিক) ও টিআই মো. কামাল হোসেন।

পুরস্কর বিতরণকালে ফয়সল মাহমুদ বলেন, এ কার্যক্রমের ফলে অফিসারগণের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব বৃদ্ধি পাবে এবং অফিসারগণ তাদের কাজে আরো প্রাণবন্ত ও গতিশীল হবেন। সাপ্তাহিক কার্যক্রম পর্যালোচনার ভিত্তিতে এ সপ্তাহে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী ৬ জন ট্রাফিক সদস্যকে পুরুস্কৃত করা হয়েছে।

আরো দক্ষতা, নিষ্ঠা আর সহযোগিতার মনোভাব নিয়ে দায়িত্ব পালনের জন্য সকল ট্রাফিক সদস্যদের প্রতি আহব্বান জানান ফয়সল মাহমুদ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..