সিলেট ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২১
সুনামগঞ্জ সংবাদদাতা :: সুনামগঞ্জের ধর্মপাশায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার কাইল্যানী হাওরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- সাজ্জাদ নূর (২৬) ও রাকিব মিয়া (১৩)। তারা দুজনের বাড়ি উপজেলার মধ্যনগর থানার চামরদানি ইউনিয়নের দুগনই গ্রামে। সাজ্জাদ নূর মলহিব আলীর ও রাকিব মিয়া ফজল আমিনের ছেলে।
স্থানীয়রা জানায়, সোমবার দুপুর থেকে সাজ্জাদ ও রাকিব কাইল্যানী হাওরে নৌকায় করে মাছ ধরছিল। বিকেল সাড়ে চারটার দিকে সেখানে বজ্রপাত হলে সাজ্জাদ ও রাকিব নৌকা থেকে পড়ে নিখোঁজ হয়।
এ সময় তাদের সঙ্গে নৌকায় থাকা সাজ্জাদের ৭ বছর বয়সী মেয়ে ছোটমনি নৌকা চালিয়ে বাড়িতে গিয়ে খবর দেয়। খবর শুনে পরিবারের লোকজন হাওরে এসে জাল ফেলে অনেক খোঁজাখুঁজির পর সাজ্জাদ ও রাকিবের মরদেহ উদ্ধার করে।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মল দেব বিষয়টি নিশ্চিত করেছেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd