সিলেট ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২১
কোম্পানীগঞ্জ সংবাদদাতা :: সিলেটের কোম্পানীগঞ্জে প্রস্তাবিত হাইওয়ে থানার জমি পরিদর্শনে এলেন অতিরিক্ত আইজি ও হাইওয়ে পুলিশ প্রধান মল্লিক ফখরুল ইসলাম (বিপিএম বার), (পিপিএম)।
মঙ্গলবার (২৪ আগস্ট) বেলা সাড়ে ১২ টায় উপজেলার বর্ণি এলাকায় থানা স্থাপনের জন্য জমি পরিদর্শনে আসেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা পুলিশ সুপার ফরিদ উদ্দিন (পিপিএম),হাইওয়ে পুলিশের সিলেট জোনের পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ,সহকারী পুলিশ সুপার (হাইওয়ে পুলিশ) মাসুদ আহমদ। গোয়াইনঘাট সার্কেল অফিসার (সিনিয়র সহকারী পুলিশ সুপার) প্রবাস কুমার সিংহ,কোম্পানীগঞ্জ থানা ওসি তদন্ত মুজিবুর রহমান চৌধুরী,কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রানা, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি তারিকুল ইসলাম, দৈনিক শুভ প্রতিদিন প্রতিনিধি সোহরাব আহমদ, দৈনিক সিলেট মিরর প্রতিনিধি কবির আহমদ,দক্ষিণ রণিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান রোকন,সাবেক চেয়ারম্যান হান্নান মিয়া, দক্ষিণ রণিখাই ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এখলাছ আলী, ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো. আজির উদ্দিন, বিজ্ঞান বিষয়ক সম্পাদক আঃ মতলিব, ইউপি সদস্য আঃ খালিক, রইছ মিয়া, সোহেল আহমদ প্রমুখ।
উল্লেখ্য সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কের বর্ণী নামক স্থানে হাইওয়ে পুলিশ স্টেশন স্থাপনের জন্যে জমি নির্ধারিত হয়। গত ০২ জুন বুধবার জমি পরিদর্শনে আসেন হাইওয়ে পুলিশ সিলেট জোনের পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ। তারই পরিপ্রেক্ষিতে ২৪ আগস্ট বেলা ১২ টায় চূড়ান্ত পরিদর্শনে এলেন পুলিশের অতিরিক্ত আইজি ও হাইওয়ে পুলিশ প্রধান
মল্লিক ফখরুল ইসলাম (বিপিএম বার), (পিপিএম)।
জমি পরিদর্শনে এসে অতিরিক্ত আইজি ও হাইওয়ে পুলিশ প্রধান মল্লিক ফখরুল ইসলাম বলেন,বঙ্গবন্ধু মহাসড়কের সন্নিকটে বর্ণির পূর্ব পাশের জমিটিতে থানা স্থাপনের জন্যে পছন্দ হয়েছে। এ ব্যাপার খুব শীঘ্রই পরিপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
এ সময় হাইওয়ে পুলিশ স্টেশনের নাম “বর্ণি হাইওয়ে থানা” নামকরণ করার জন্যে প্রস্তাব করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান রোকন।থানা নামকরণের প্রস্তাবের বিষয়ে সিলেট জেলা পুলিশ সুপার ও হাইওয়ে জেলা সুপার সিলেটকে দায়িত্ব দিয়েছেন বলে জানান অতিরিক্ত আইজি ও হাইওয়ে পুলিশ প্রধান মল্লিক ফখরুল ইসলাম।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd