সিলেটে প্রায় সাড়ে তিন লক্ষ টাকার স্বর্ণ বিক্রির টাকা উদ্ধার, নারীসহ আটক ৪

প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২১

সিলেটে প্রায় সাড়ে তিন লক্ষ টাকার স্বর্ণ বিক্রির টাকা উদ্ধার, নারীসহ আটক ৪

স্টাফ রিপোর্টার :: সিলেট রেলওয়ে থানার অভিযানে তিন লক্ষ ষাট হাজার চোরাই স্বর্ণ বিক্রির টাকা উদ্ধার ও নারীসহ চার চোরকে আটক করা হয়েছে।
গত ২২ আগস্ট রেলওয়ের পুলিশ সুপার ও সিলেট রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মহোদয়ের নির্দেশক্রমে তদন্তকারী অফিসার এসআই পলাশ ঘোষ, সংগীয় ফোর্স সহ দ্রুত অভিযান পরিচালনা করে স্বর্ণ বিক্রির টাকা উদ্ধার করা হয় এবং জড়িতদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় সিলেট রেলওয়ে থানায় মামলা (নং-০৩, তারিখ-২২/০৮/২১খ্রিঃ) দায়ের করা হয়। মামলা রুজু করার ২৪ ঘন্টার মধ্যে ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হলেন- সুমি বেগম (৩০), পিতা-মৃত আলী হোসেন, মাতা-সাফিয়া খাতুন, স্বামী-রাব্বি মিয়া, সাং-ধরমন্ডল, ৯নং ওয়ার্ড, পো-কালীগঞ্জ বাজার, থানা-নাসিরনগর, জেলা-বি-বাড়ীয়া, বর্তমানে-কালামিয়ার কলোনী, রুম নং-১, নর্থইষ্ট মেডিকেলের সামনে, চন্ডিপুল, থানা-দক্ষিন সুরমা, জেলা-এসএমপি সিলেট,

রাব্বি হাসান ওরফে চয়ন (২৩), পিতা-শংকর দাস, মাতা-সংগিতা রানী দাস, সাং-পতনউষর, ৩নং ইউ/পি, থানা-কমলগঞ্জ, জেলা-মৌলভীবাজার, বর্তমান-সিংগ্রাউলি, লামাবাজার, মখলিছ মিয়ার বাসা, থানা-কমলগঞ্জ, জেলা-মৌলভীবাজার ও ঘটনায় জড়িত।

মোঃ সাইফুল ইসলাম (৩০), পিতা-মৃত বেগ শাহেদ, মাতা-যমুনা বেগম, ১নং আসামী সুমির পূর্বের স্বামী, সাং-কৃষ্ণপুর, থানা ও জেলা-নেত্রকোনা, বর্তমানে-তেলিপাড়া, ১নং ওয়ার্ড, রাস্তারপাশে নাজমার বাড়ী, থানা-মোগলাবাজার, জেলা-সিলেট।

আমজাদ আলী সাগর (১৯), পিতা-রায়হান খান, মাতা-নেহার বেগম,(চোর মালা বেগমের আপন ছোট ভাই) সাং-তেলিপাড়া, রাস্তার পাশে, পোঃ চকের বাজার, থানা-মোগলাবাজার, এসএমপি সিলেটদেরকে গত ২২/০৮/২১ ইং তারিখ গ্রেফতার পূর্বক ১নং আসামীর হেফাজত হতে বাদীর চোরাইকৃত ১টি স্বর্ণের আংটি উদ্ধার করা হয়।

পরবর্তীতে আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দের পর বিজ্ঞ আদালতের আদেশে ১,২ ও ৩নং আসামীকে ০৩ দিনের পুলিশ রিমান্ডে আনিয়া ব্যাপক জিজ্ঞাসাবাদ করিয়া ১ ও ২নং আসামীর ভাড়া ঘর হতে বাদীর চোরাই যাওয়া ৫ ভরি ওজনের ১টি স্বর্ণের নেকলেস, ৮ আনা ওজনের স্বর্ণের ১ জোড়া কানের দুল, ২ আনা ওজনের স্বর্ণের ১টি আংটি ও চোরাই স্বর্ণ বিক্রির নগদ তিন লক্ষ ষাট হাজার টাকা উদ্ধার করা হয়।

অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতার সহ আরো আলামত উদ্ধারের নিমিত্তে অভিযান অব্যাহত আছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..