গোয়াইনঘাটে সাড়ে ৩ কেজি গাঁজাসহ আটক ২

প্রকাশিত: ১:৪০ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২১

গোয়াইনঘাটে সাড়ে ৩ কেজি গাঁজাসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট :: সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে সাড়ে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। শনিবার দিবাগত রাতে রুস্তুমপুর ইউনিয়নের জারীখেল এলাকা ওই দুইজন মাদক কারবারিকে সাড়ে ৩ কেজি গাঁজাসহ আটক করে গোয়াইনঘাট থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ পরিমল চন্দ্র দেব সঙ্গীয় ফোর্সসহ (২৮ আগস্ট) শনিবার দিবাগত রাতে গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের জারীখেল এলাকা থেকে ফজল মিয়া ও শিবুল মিয়াকে আটক করেন।

এ ব্যাপারে গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ বলেন, ‘সিলেটের মান্যবর পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় গোয়াইনঘাট থানায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে রুস্তুমপুর ইউনিয়নের জারীখেল এলাকা থেকে সাড়ে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।’

তিনি জানান, ধৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে কোর্টে প্রেরণ করা হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..