নরসিংদী জেলার সুনারুতলা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে নিহত ১ : থানায় মামলা দায়ের

প্রকাশিত: ১১:৫৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২১

নরসিংদী জেলার সুনারুতলা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে নিহত ১ : থানায় মামলা দায়ের

নরসিংদী প্রতিনিধি : নরসিংদী জেলার শিবপুর থানাধীন সুনারুতলায় জমি সংক্রান্ত বিরোধে আব্দুর রহিম নামক ব্যক্তি খুন হন। খবর নিয়ে জানা যায় যে, আব্দুল করিম এর ছেলে আব্দুল বাতেন মিয়া গংদের সাথে একই গ্রামের নিতাই চন্দ্র বর্মন নামক হিন্দু পরিবারের সহিত দীর্ঘদিন থেকে জমি নিয়ে বিরোধ চলিতেছে। ঘটনার তারিখে বিকাল অনুমান ০৪.০০ ঘটিকায় আব্দুর রহিম মিয়া তার ধান ক্ষেত পর্যবেক্ষণ করার জন্য গেলে নিতাই চন্দ্রের সহিত কথাকাটিতে লিপ্ত হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হইলে নিতাই চন্দ্র বর্মনের হুকুমে তার চাচাতো ভাই শীতল চন্দ্র বর্মণ বন্দুক দিয়ে আব্দুর রহিম মিয়ার বুকের ডান পাশে গুলি করলে সে মাঠিতে লুটিয়ে পড়ে এবং অন্যান্যরা তার মৃত্যু নিশ্চিত করার জন্য একাধিক আঘাত করে। পরবর্তীতে স্থানীয়রা আহতকে নরসিংদী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়া গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। এ বিষয়ে নিহতের ভাইয়ের সাথে যোগায়োগ করা হলে তিনি জানান, নিতাই চন্দ্র বর্মন গংরা পূর্ব হইতে তাহাদের এলাকায় হিন্দু মুসলিম লোকদের মধ্যে মারামারি ও সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি করা সহ ভ‚মি জবর দখলে লিপ্ত থাকে। এরই প্রেক্ষিতে ঘটনার তারিখ ও সময়ে তার ভাইকে একা পেয়ে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করেছে। এ বিষয়ে তিনি শিবপুর থানায় আজ রাত ০৮.০০ ঘটিকায় বাদী হয়ে ৩ জন আসামীর নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলেন- ১) নিতাই চন্দ্র বর্মন, পিতাঃ অনীল চন্দ্র বর্মণ, ২) শীতল চন্দ্র বর্মণ, পিতাঃ বীর চরণ বর্মণ, ৩। বিমল চন্দ্র বর্মণ, পিতা: বীর চরণ বর্মণ। পরবর্তীতে উক্ত মামলা সংক্রান্তে শীবপুর থানার অফিসার ইনচার্জ এর সাথে যোগাযোগ করা হলে, তিনি বলেন এজাহার নামীয় আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। বর্তমানে এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষার্থে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2021
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

সর্বশেষ খবর

………………………..