সিলেট ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:০২ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২১
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ছয় ইউনিযন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্টিত হবে ২৮ নভেম্বর। এখন চলছে মনোনয়নপত্র দাখিলের পালা। প্রতিদিনই প্রার্থিরা মনোনয়নপত্র দাখিল করছেন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। গতকাল মঙ্গলবার মনোনয়ন দাখিলের শেষ দিন কয়েকজন প্রার্থিরা মনোনয়ন দাখিল করেছেন।
ডৌবাড়ি ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী শুভাস দাস নৌকা প্রতীকে মনোনয়ন দাখিল করেছেন, বিদ্রোহী প্রার্থী এম. নিজাম উদ্দিন। নন্দীরগাঁও ইউনিয়নে নৌকা প্রতীকে এস কামরুল হাসান আমিরুল, বিদ্রোহী প্রার্থী সিরাজুল ইসলাম সিরাজ ও হীরক দে। বিএনপি মামুনুর রশীদ শাহীন, আব্দুল ওয়াহিদ, জামাল উদ্দিন আহমদ ও তাজ উদ্দিন। রুস্তমপুর ইউনিয়নে নৌকা প্রতীক হেলাল উদ্দিন, বিদ্রোহী প্রার্থী এম এ মতিন, বিএনপি আবুল কালাম আজাদ, সাহাব উদ্দিন শিহাব, হাবিবুর রহমান হাবিব, সালেহ আহমদ। লেঙ্গুড়া ইউনিয়নে নৌকা প্রতীকে মুজিবুর রহমান মুজিব, বিদ্রোহী প্রার্থী গোলাম কিবরিয়া রাসেল। বিএনপি মাহবুব আহমদ, গোলাম কিবরিয়া সাত্তার, আব্দুল মান্নান। তোয়াকুল ইউনিয়নে নৌকা প্রতীকে লোকমান হোসেন, বিদ্রোহী সামছুদ্দিন। বিএনপি খালেদুর রহমান খালেদ। ফতেহপুর ইউনিয়নে নৌকা প্রতীকে নাজিম উদ্দিন, বিদ্রোহী প্রার্থী আমিনুর রহমান চৌধুরী। বিএনপি মিনহাজ উদ্দিন, মীর হোসেন আমির ও সোহেল আহমদ। ২৮ নভেম্বর ওই ইউনিয়নগুলোতে ভোটগ্রহণ অনুষ্টিত হবে।
গোয়াইনঘাটের ৬ ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৩৮ জন প্রার্থী, সংরক্ষিত ওয়ার্ডে মহিলা সদস্য পদে ৬৩ জন প্রার্থী ও সাধারণ সদস্য (মেম্বার) পদে ২৩৫ জন প্রার্থী। গোয়াইনঘাট উপজেলায় ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৮ জন প্রার্থীর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের ৬ জন,জমিয়তে উলামায়ে ইসলামের ২ জন,ইসলামি আন্দোলনের ১ জন ও ষতন্ত্র ২৯ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত গোয়াইনঘাট উপজেলার ৬ টি ইউনিয়নের প্রার্থীদের সাথে নিয়ে মনোনয়ন পত্র দাখিল করেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাছির উদ্দীন খান,সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আশফাক আহমেদ, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া হেলাল, সাংগঠনিক সম্পাদক ও নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, নন্দীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল খালিক, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ নাছির উদ্দীন প্রমুখ। এদিন সারাদেশে ১ হাজার ৭০০ ইউনিয়ন পরিষদে ভোট হবে ২৮ নভেম্বর। এর মধ্যে সিলেট বিভাগের ৭৭টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তৃতীয় ধাপের ইউপি নির্বাচন উপলক্ষ্যে সিলেটের ওই ৭৭টি ইউনিয়নে নৌকার প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd