রানু মণ্ডলের কণ্ঠ দেয়ার বিষয়টি হিরো আলম নিজে ক্রাইম সিলেটকে নিশ্চিত করেছেন।
হিরো আলম বলেন, রানু মণ্ডলের সাথে আমার আজকেই কথা হয়েছে। তিনি আমার ছবিতে গান গাইতে সম্মতি দিয়েছেন। আশা করি তার গানগুলো দর্শকরা গ্রহণ করবে।
জানা গেছে, হিরো আলমের প্রোডাকশনের তৃতীয় এবং চতুর্থ সিনেমা দু’টির পরিচালনা করবেন রাজু চৌধুরী এবং বাবু রেজা।
আগামী ২০ নভেম্বর থেকে সিনেমার শুটিং শুরু হবে বলে জানা গেছে।