সিলেট ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:৪০ পূর্বাহ্ণ, নভেম্বর ২৯, ২০২১
দক্ষিণ সুরমা প্রতিনিধি : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ৬ নং লালালাবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন ১ জন। গতকাল লালাবাজার দ্বিপাক্ষিক স্কুল এন্ড কলেজ সেন্টারে আওয়ামীলীগের মনোনীত নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী মোঃ তোয়াজিদুল হক তুহিনের সমর্থকদের সাথে ঘোড়া মার্কার স্বতন্ত্র চেয়ারম্যানপ্রার্থী মোঃ শহিদুর রহমান শহিদের সমর্থকদের এ সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মতিউর রহমান। তিনি স্বতন্ত্র চেয়ারপ্রার্থী মোঃ শহিদুর রহমান শহিদের সমর্থক।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল ২৮ নভেম্বর দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালীন বেলা দেড়টার দিকে লালাবাজার দ্বিপাক্ষিক স্কুল এন্ড কলেজ ভোটকেন্দ্রে নৌকা মার্কা ও ঘোড়া মার্কার সমর্থকদের মধ্যে এক সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন ঘোড়ার সমর্থক মোহাম্মদ মতিউর রহমান। তার বাম পা এবং পেটে ছুরিকাঘাত করে নৌকার সমর্থকেরা। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
সংঘর্ষে প্রায় ১ ঘন্টা ভোটগ্রহণ বন্ধ ছিল। পরে বিপুল পরিমান পুলিশের উপস্থিতিতে আবার ভোটগ্রহণ শুরু হয়। শেষ পর্যন্ত নৌকার প্রার্থী মোঃ তোয়াজিদুল হক তুহিন বিজয়ী হন। তবে স্বতন্ত্র প্রার্থী মোঃ শহিদুর রহমান শহিদ ফলাফল প্রত্যাখ্যান করে জানান, দরজা বন্ধ করে নৌকায় ভোট দিয়ে জোরপূর্বক বিজয় ছিনিয়ে নেয়া হয়েছে। আওয়ামীলীগের সন্ত্রাসীরা তার এজেন্ট ও সমর্থকদের মারধর করে ভোটকেন্দ্র থেকে বের করে দেয়। বিশিষ্ট ব্যবসায়ী মতিউর রহমানকে ছুরিকাঘাত করে সন্ত্রাসীরা প্রমাণ করেছে তাদের পক্ষে সবকিছু সম্ভব। তিনি বড়ই দু:খ প্রকাশ করেন। হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের প্রতি বিশেষ অনুরোধ জানান।
সংঘর্ষে আহত মতিউর রহমান সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী। তিনি সিলেট নগরীর মির্জাজাঙ্গালের তালতলা রোডের স্বপ্নীল-৫৪ নং তার নিজের বাসায় থাকেন। নগরীর শেখঘাট পয়েন্টে ২৩/এ রাজিবাড়ি কমপ্লেক্স ও কাজিরবাজারে মেসার্স আরশ আলী ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী। সিলেট নগরীতে বসবাস করলেও তিনি দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের ১ নং ওয়ার্ডের রাজিবাড়ি (হিলু) গ্রামের আলতা এন্ড আলি মঞ্জিল নামক বাড়ির স্থায়ী বাসিন্দা। তিনি লালাবাজার তাজবিদুল কোরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা। তার পিতার নাম মোহাম্মদ সোনাহর আলী।
এ বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান প্রার্থী মোঃ তোয়াজিদুল হক তুহিন জানান, প্রতিপক্ষ মোঃ শহিদুর রহমান শহিদের সমর্থকেরা বিনাকারণে ভোটকেন্দ্রে হট্টাগোল শুরু করলে স্থানীয় ভোটারদের সাথে তাদের সংঘর্ষ হয়। নৌকার সমর্থকেরা কারো সাথে সংঘর্ষে জড়ায়নি।
এদিকে আহত মতিউর রহমান জানান, পূর্ব শত্রুতার জের ধরে নৌকার সমর্থকেরা প্রাণে হত্যার উদ্দেশ্যে তার উপর এ হামলা চালায়। তারা ভোটকেন্দ্র দখল করে জোরপূর্বক নৌকায় ভোট দিতে চাইলে তিনি বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে আওয়ামী সন্ত্রাসীরা তার উপর হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা তাকে বেধড়ক মারধর করে। পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করে তারা। তিনি জানান, হামলাকারীদের সাথে তার পূর্ব শত্রুতামি রয়েছে। সরকারদলীয় এসব সন্ত্রাসীরা ক্ষমতা ও গায়ের জোরে সিলেট নগরীতে তার সোবহানীঘাটের মৌবন ৬৭ নং বাসা ও ভাতালি ২৩/১ নং বাসা দখল করে রেখেছে। এখন তার অন্যান্য সম্পত্তি দখল করে নিতে তাকে প্রাণে হত্যা করতে চায়। তিনি অভিযোগ করেন, এ বিষয়ে থানায় অভিযোগ করতে গেলে কর্তৃপক্ষ তার অভিযোগ গ্রহণ করেনি। সরকারদলীয় লোকদের বিরুদ্ধে কোনো অভিযোগ গ্রহণে তারা অপরাগতা প্রকাশ করেছে।
তবে তা অস্বীকার করে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনে দক্ষিণ সুরমার বেশ কয়েকটি সেন্টারে স্থানীয় ভোটারদের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে দক্ষিণ সুরমা থানার টিম সেসব কেন্দ্রে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে দেয়। সংঘর্ষের সাথে জড়িতদের খোঁজ নেয়া হচ্ছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd