সিলেট ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:০৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২১
ক্রাইম সিলেট ডেস্ক : মৌলভীবাজার সদর থানাধীন ১০ নং নাজারাবাদ ইউনিয়নের নারায়ন পাশা গ্রামের সাদিক মিয়া নামের এক ইটভাটা শ্রমিককে কুপিয়েছে দুর্বৃত্তরা । বুধবার সন্ধ্যায় শসশেরগঞ্জ বাজার থেকে টমটম যোগে বাড়ি ফিরার পথে একই গ্রামের মকবুল ও ময়ূরের নেতুত্বে একদল দুর্বৃত্তরা এ হামলা চালায়। হামলায় গুরুতর আহত সাদিক মিয়া নারায়ন পাশা গ্রামের ময়না মিয়ার ছেলে।
হামলাকালে সাদিকের চিৎকারে আশাপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে সাদিককে উদ্ধার করে দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সাদিকের অবস্তা গুরুতর।
এ ঘটনায় মৌলভীবাজার সদর থানায় সাদিকের বড় সিরাজ মিয়া বাদি হয়ে নারায়ন পাশা গ্রামের মৃত দূরুদ মিয়ার পত্র মকবুল ও ময়ূরের নাম উল্লেখ করে অজ্ঞাতদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন।
মৌলভীবাজার সদর থানার এসআই সুলতানের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং অভিযোগ দায়ের বিষয়টি জানিয়েছেন। অভিযোগের বিত্তিত্বে আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd