সিলেট থেকে ছেড়ে যাওয়া শ্যামলী বাসে সহযাত্রীর পকেটমার চক্র : লাখ টাকাসহ আটক ৫

প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২১

সিলেট থেকে ছেড়ে যাওয়া শ্যামলী বাসে সহযাত্রীর পকেটমার চক্র : লাখ টাকাসহ আটক ৫

বিশেষ সংবাদদাতা :: সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ১ লাখ টাকা পকেটমারের ঘটনায় ঐ চক্রের ৫ সদস্যকে আটক করেছে শেরপুর হাইওয়ে থানা পুলিশ। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকা থেকে তাদের আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিলেট হুমায়ূন রশিদ চত্ত্বর এলাকা থেকে নাসির মিয়া (৩৪) নামে এক যাত্রী ব্যবসার কাজে ১ লাখ টাকাসহ গাড়িতে উঠেন। যাত্রাপথে ঐ যাত্রী গোয়ালাবাজার এলাকায় এসে হঠাৎ প্যান্টের পকেটে হাত দিয়ে দেখেন তার পকেটে টাকা নেই। তাৎক্ষণিকভাবে গাড়িতে থাকা সকল যাত্রীদের বিষয়টি অবগত করেন। এতে কোনো সুরাহা না পেয়ে শেরপুরে গাড়িটি পৌঁছালে ডিউটিরত অবস্থায় শেরপুর হাইওয়ে থানা পুলিশকে বিষটি অবগত করেন।

শেরপুর হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নবীর হোসেন সঙ্গীয় ফোর্সসহ শ্যামলী পরিবহনের (ঢাকা মেট্টো: ব: ১১-৬৪৫২) গাড়ির ভেতরে তল্লাশী চালান। একপর্যায়ে গাড়িতে থাকা ১ টিকেট দিয়ে যাতায়াতকারী ৫জন যাত্রীর সঙ্গে থাকা একটি ব্যাগের ভেতরে ১লক্ষ টাকা পাওয়া যায়। তাৎক্ষণিক পুলিশ ঐ ৫জন যাত্রীকে আটক করে।

আটককৃতরা হলেন, মৌলভীবাজারের রাজনগর উপজেলার খলাগাঁও এলাকার রইছ মিয়ার ছেলে গাড়ি চালক সয়ফুল মিয়া (২৬), একই উপজেলার কদমহাটা এলাকার মৃত. আ. আহাদের ছেলে মো. সোহেল মিয়া (২৫), মৌলভীবাজার সদর উপজেলার গির্জাপাড়া এলাকার মৃত. মোবারক আলীর পুত্র রমজান আলী (৩০), সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ছত্রিশ এলাকার নওশাদ আলীর ছেলে মো. ছাবুল মিয়া (২৭) ও জকিগঞ্জ উপজেলার মৃত. মিজান আলীর ছেলে শাহীন আহম্মেদ শেবুল (৫৪)।

এ ব্যাপারে শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নবীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শেরপুর মুক্তিযোদ্ধা চত্ত্বরে ডিউকালীন সময়ে সিলেট থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি গাড়ির ভেতর থেকে পকেটমার চক্রের ৫সদস্যসহ ১লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। বর্তমানে এঘটনায় জড়িতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলার প্রস্তুতি চলছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2021
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

সর্বশেষ খবর

………………………..