পাথরখেকো’দের আধিপত্যের লড়াই : রক্তাক্ত পর্যটন কেন্দ্র জাফলং

প্রকাশিত: ১২:৪৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২১

পাথরখেকো’দের আধিপত্যের লড়াই : রক্তাক্ত পর্যটন কেন্দ্র জাফলং

নিজস্ব প্রতিবেদক :: পাথরখেকো চক্রদের মধ্যে আধিপত্যের লড়াইয়ে রক্তাক্ত পর্যটন কেন্দ্র জাফলং। থমথমে পরিস্থিতিতে হাহাকার পাথর শ্রমিকদের মধ্যে। নিরব দর্শকের ভূমিকায় জাতির বিবেক সাংবাদিক সমাজ।

জান গেছে, সিলেটের পাথর রাজ্য জাফলংয়ে একাধিক পাথরখেকো চক্র ও তাদের লালিত সন্ত্রাসী বাহিনী। লুটপাটের প্রতিদ্বন্দ্বিতায় মহাব্যস্ত চক্রগুলো এক অপরকে ঘায়েল করতেও ব্যস্ত। তাদের এ প্রতিদ্বন্দিবতা ও আধিপত্যের লড়াই হামলা ও মামলা পর্যন্ত গড়িয়ে গেছে। ইদানীং বিশেষ করে আলিম বাহিনী ও মুরাদ বাহিনী দ্বন্দ্ব চরমে। এর জের ধরে গত বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) মুরাদ বাহিনীর হামলায় গুরুতর আহত হয়েছেন আলিম বাহিনীর প্রধান আলিম উদ্দিন। তাকে কুপিয়ে হত্যার চেষ্টা করে মুরাদের নেতৃত্বে প্রতিদ্বন্দ্বি সন্ত্রাসীরা।

আহত আলিম উদ্দিন উপজেলার নয়বস্তি গ্রামের মুক্তিযোদ্ধা ইনছান আলীর পুত্র। এ ঘটনায় থানায় মামলা না হলে শনিবার আবারো দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। ফলে জাফলং এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং পাথর ও বালুশ্রমিকরা ভয়ে কোন মহালে নামতে পারছেন না।

স্থানীয় সূত্রে জানা গেছে, জাফলংয়ের আকবর হোসেন মুরাদ ও আলিম উদ্দিনের মধ্যে দীর্ঘদিন থেকে ব্যবসায়িক শক্রতা চলে আসছে। সেই পূর্ব শক্রতার জেরে বৃহস্পতিবার রাতে আকবর হোসেন মুরাদ তার লোকজন নিয়ে আলিম উদ্দিনের উপর এ হমলা চালিয়ে তাকে প্রাণে হত্যার চেষ্টা করে। পরে আলিম উদ্দিনের চিৎকারে আসপাশের লোকজন এগিয়ে আসলে মুরাদ বাহিনী ঘটনাস্থল ত্যাগ করে।
পরে আলিম উদ্দিনের স্বজনরা তাকে রক্তাক্ত অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আলিম উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে মেডিকেলের ১১ নং ওয়ার্ডে চিকিৎসা চলছে আলিম উদ্দিনের। খবর পেয়ে সাথে সাথে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।এদিকে হামলার ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে এবং নিজেদের আর্তিক ফাঁয়দা হাসিল করতে মারিয়া হয়ে উঠেছে একটি মহল। ঘটনার জেরে শনিবার আবরো সংঘর্ষ হয়। হামলার ঘটনা নিয়ে গোয়ইনঘাট উপজেলার সাংবাদিক সমাজের নিরব ভূমিকায় জনমনে ক্ষোভ বিরাজ করছে।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ পরিমল চন্দ্র দেব রোববার রাতে এ প্রতিবেদককে জানান, হামলার খবর পেয়ে সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। হামলার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানা তিনি।

জাফলংয়ের পাথর রাজ্যে আধিপত্য নিয়ে এর আগেও বহুবার হামলা ও মামলার ঘটনা ঘটে। একটি মামলায় আলিম উদ্দিন জেরে গেলে এর প্রতিবাদকে কেন্দ্র করে কয়েকদিন আগে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2021
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

সর্বশেষ খবর

………………………..