সিলেট ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:৪৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২১
নিজস্ব প্রতিবেদক :: সিলেট মহানগরের অভ্যন্তরে ঘাতক ট্রাকের প্রবেশ রোধে ও নগরকে হকারমুক্ত রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নিয়োজিত আনসাররা। গত ২২ নভেম্বর থেকে আনসারদের মাঠে নামানো হলে নগর অনেকটা যানজট ও হকারমুক্ত হয়েছে। নিয়োজিত আনসার পিসি নাসির উদ্দিন এ অভিযানের নেতৃত্ব দিচ্ছেন।
সূত্র জানায়, সিলেট মহানগরকে যানজট ও হকারমুক্ত করার দায়িত্ব পুলিশের। কিন্তু পুলিশকে ম্যানেজ করে অনেক ক্ষেত্রে ঘাতক ট্রাক ও ভারী যানবাহন নগরের অভ্যন্তরে ঢুকে পড়ে। বিশেষ করে রাতে ট্রাফিক পুলিশের সিডিউল টাইম শেষ হতেই সারিবদ্ধ ট্রাক ও ভারী যানবাহন নগরে প্রবেশ করতে শুরু করে। পাশাপাশি রাস্তা দখল করে বসে পড়ে ভাসমান ব্যবসায়ী ও হকাররা। তাই রাতের নগরকে যানজট ও হকারমুক্ত রাখতে আনসার বাহিনী মোতায়েন করে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। আর নিযুক্ত এ আনসারের নেতৃত্ব দেন পিসি নাসির উদ্দিন। পূরো রাতই তিনি আনসারদের কর্মকাণ্ড তত্বাবধান করে থাকেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ফলে যেমন ঘাতক ট্রাক ও ভারী যানবাহন নগরে প্রবেশ করতে পারছে না, তেমনি নগরের প্রাণকেন্দ্রে হকাররাও নির্বিঘ্নে বসতে পারছে না। ফলে গত কয়েকদিন ধরে রাতের নগরী সিলেটকে অনেকটা নিরিবিল ও যানজটমুক্ত দেখা যাচ্ছে। এ প্রক্রিয়া অব্যাহত রাখলে যনজটমুক্ত ও পরিচ্ছন্ন সিলেট নগরী গড়তে অনেকটা সহায়ক হবে বলে সচেতন মহল মনে করছেন।
সোমবার নগরীর ফুটপাতে হকারমুক্ত অভিযান চলাকালে আনসার পিসি অনাসির উদ্দিন সাংবাদিকদের জানান, সিলেট জেলা আনসার কমান্ড্যান্ট এনামুল খান স্যারের দিক নির্দেশনা অনুযায়ী যানজট ও হকারমুক্ত নগরী করতে আমরা কাজ করে যাচ্ছি। সকলের সহযোগীতা নিয়ে আমরা কাজ করতে চাই।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd