সিলেট ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২১
ক্রাইম সিলেট ডেস্ক : ভবন কোড মানছে না সিলেট নগরীর ব্যস্ততম জিন্দাবাজারে অবস্থিত কাকলী মার্কেট কর্তৃপক্ষ। মার্কেটের মালিক পক্ষ ব্যবসার স্বার্থে পার্কিং পথেও দোকান নির্মাণ করেছেন। এতে করে পার্কিংস্থলে গাড়ি যাতায়াতে যেকোনো সময় দুর্ঘটনার ঘটতে পারে বলেও মনে করছেন মার্কেট ব্যবসায়ী ও ক্রেতারা।
নাম প্রকাশে অনিচ্ছুক ব্যবসায়ীরা বলেন, সিসিক আইনে ভবন কোড অনুযায়ী সব মার্কেটে পার্কিয়ের জায়গা রাখা বাধ্যতামূলক। কিন্তু কর্তৃপক্ষ পার্কিংয়ের ব্যবস্থা রাখলেও তা এখন সংকোচিত করেছেন। ভেতরে যাতে গাড়ি না ঢোকানো হয়, সে জন্য পার্কিং পথে দোকান বসিয়ে দিয়েছেন। এতে করে মার্কেটের ব্যবসায়ী ও ক্রেতাদের বিড়ম্বনায় পড়তে হচ্ছে।
কাকলী শপিং সেন্টারে আসা ক্রেতাদের অনেকে বলেন, মার্কেটের পার্কিংস্থলে গাড়ি প্রবেশ করতে গেলে ওই দোকানটি বিঘ্ন ঘটায়। এতে করে যেকোন সময় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।
এছাড়াও ব্যবসায়ীরা মার্কেটের সার্ভিস চার্জ নিয়মিত পরিশোধ করলেও ১ বছর থেকে মার্কেটের জেনারেটর বিকল ও প্রতিটি তালায় ময়লার স্তুপ রয়েছে। তাতে দুর্গন্ধ ছড়িয়ে আশপাশের ব্যবসায়ী ও ক্রেতারা নানাবিধ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। জেনারেটর বিকল থাকায় প্রতিদিন ব্যবসায়ী ও ক্রেতারা লিফটের মধ্যে আটকে পড়েন। অনেকদিন অনেকে অসুস্থও হয়েছেন।
গত সোমবার (১৩ ডিসেম্বর) মার্কেটের ব্যবসায়ী ও হাইব্রিড সিটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কবির আহমদ সহ আরও একজন বিদু্ৎ চলে যাওয়ায় প্রায় ঘন্টাখানেক লিফটের মধ্যে আটকা পড়ে অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে বিদু্ৎ আসার পর লিফট চালু হলে লোকজন তাদেরকে উদ্ধার করেন।
এরকম প্রতিদিন দু-একটি ঘটনা ঘটতেই থাকে। মার্কেট মালিক পক্ষকে বারবার বলার পরও এ বিষয়ে কোন ব্যবস্থা নিচ্ছেন না।
এ বিষয়ে কাকলী মার্কেটের ব্যবসায়ী সমিতির সভাপতি জাকারিয়া আহমদ জানান, কর্তৃপক্ষ তাদের নিজেদের মার্কেটের জায়গায় পার্কিংস্থলে দোকান করেছে। সেখানে আমাদের কিছু বলার নেই।
তিনি আরো বলেন, জেনারেটর বিকল নিয়ে মালিক পক্ষের সাথে একাধিকবার মৌখিক কথা হয়েছে, লিখিতভাবেও জানিয়েছি। মালিক পক্ষ বলছেন, যত তাড়াতাড়ি সম্ভব জেনারেটর সার্ভিসিং করে দেওয়া হবে।
এ বিষয়ে মার্কেটের ব্যবস্থাপনা পরিচালক মোর্শেদ আহমদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd