গোয়াইনঘাটে পশ্চিম জাফলং ইউনিয়নের ওয়ার্ড বিভক্তি নিয়ে গণঅসন্তোষ

প্রকাশিত: ১১:৫৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২১

গোয়াইনঘাটে পশ্চিম জাফলং ইউনিয়নের ওয়ার্ড বিভক্তি নিয়ে গণঅসন্তোষ

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের গোয়াইনঘাটে নতুন ইউনিয়ন সৃষ্টি এবং ওয়ার্ড বিভক্তি নিয়ে গণঅন্তোষ বরাজ করছে। ক্ষুব্ধ জনতা গতকাল বুধবার সিলেটের জেলা প্রশাসকের কাছে ম্মারকলিপি প্রদান করেছেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, উপজেলার নবসৃষ্ট ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের সাবেক ১নং ওয়ার্ডকে খন্ডিত করে ২নং ওয়ার্ড করা হয়। এতে বুগইলকান্দি মৌজার বুগইল খালের উত্তর অংশকে ১নং ওয়ার্ডে নেওয়া হয়েছে। এই অংশ সব সময় ২নং ওয়ার্ডের মনাইকান্দি-খুরির সাথে সংযুক্ত ছিল। সাম্প্রতিক ওয়ার্ড বিভক্তির ফলে বুগইল খালের উত্তর অংশ মনাইকান্দি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। বুগইল খালের উত্তর ভাগের মানুষজন তাদের বংশানুক্রমিক মসজিদ মাদ্রাসা ও কবরস্থান থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। এতে সামাজিক বিশঙ্খলা সৃষ্টি হতে পারে। তাই স্মারকলিপিতে বুগইলকান্দি মৌজার বুগইলখালের উত্তর অংশকে নবসৃষ্ট ২নং ওয়ার্ডে রাখার দাবি জানানো হয়। স্মারকলিপিতে ৪০ জন স্বাক্ষর করেন। এর আগেও এলাকাবাসী গত ১৪ নভেম্বর আরেকটি স্মারকলিপি দেন।
সরেজমিন জানা গেছে, শুধু মাত্র বুগইলকান্দি মৌজা দিয়ে ১ নং ওয়ার্ড এবং মনাইকান্দি-খুরি দিয়ে ২নং ওয়ার্ড ঘঠিত হয়েছে। বুগইলকান্দি ১ নং ওয়ার্ডের সাথে যুক্ত করা হয়েছে পরো মৌজা। এতে মনাইকান্দি মাদ্রাসা চলেগেছে বুগইল কান্দির অংশে। যুগ যুগ ধরে ওই এলাকার মানুষজন মনাইকান্দি মাদ্রাসা সেন্টারে ভোট দিয়ে আসছে। তাছাড়া বুগইলকান্দিতে ভোট প্রদানের জন্য আরেকটি প্রথমিক বিদ্যালয় রয়েছে।
কিন্তু ২নং ওয়ার্ড মনাইকান্দি-খুরি মৌজায় ভোট দেওয়ার মতো কোন স্থান নেই। এতে করে এলাকার মধ্যে বিরোধ সৃষ্টির আশংঙ্কা রয়েছে।
২নং ওয়ার্ড মনাইকান্দি-খুরির জনসাধারণের দাবি বুগইলকান্দি মৌজার বুগইল খালের উত্তর অংশকে তাদের সাথে যুক্ত করা হলে ওয়ার্ডে কোন ধরণের সমস্যা থাকবে না। এমনকি মাদ্রাসা এবং সেন্টার পেতে কোন অসুবিধা হবে না বলে জানান তারা। তাদের এই দাবি আদায় না হলে আন্দোলনে যাবেন এবং আইনি ভাবে বিষয়টি দেখবেন বলে সাংবাদিকদের জানান।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2021
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

সর্বশেষ খবর

………………………..