জকিগঞ্জে নৌকা সমর্থকদের হামলায় দুই সাংবাদিক গুরুতর

প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২২

জকিগঞ্জে নৌকা সমর্থকদের হামলায় দুই সাংবাদিক গুরুতর

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের জকিগঞ্জে ইউপি নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনে দুই সাংবাদিকের উপর হামলা চালিয়েছে নৌকা প্রার্থীর সমর্থকরা। বুধবার দুপুর পৌণে ২টার দিকে জকিগঞ্জ উপজেলার ৫নং জকিগঞ্জ সদর ইউনিয়নের সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে ওই ইউনিয়নে নৌকার সমর্থনকারী সোহেল আহমদ ও তার সহযোগীরা সাংবাদিকদের উপর এ হামলা চালায়।

হামলায় দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো প্রধান ও দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার এটিএম তুরাব এবং দৈনিক শ্যামল সিলেটের স্টাফ ফটো সাংবাদিক ও সিলেটপ্রতিদিনের চীফ ফটো সাংবাদিক আজমল আলী গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়েছে।

এ ঘটনায় জকিগঞ্জ থানায় নৌকার সমর্থনকারী ও ভরন সুলতানপুর গ্রামের মৃত আব্দুল মুতলিবের পুত্র সোহেল আহমদকে প্রধান আসামী করে একটি অভিযোগ দায়ের করেছেন এটিএম তুরাব। জানা যায়, সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পরিদর্শনকালে নৌকার সমর্থনকারী সুহেল আহমদ সাংবাদিকদের বাঁধা দেন।

এসময় তাদের উপেক্ষা করে সাংবাদিকরা কেন্দ্রে ঢুকতে চাইলে তার সাথে সন্ত্রাসীরা সাংবাদিকদের উপর হামলা চালায়। দেশীয় অস্ত্র শস্ত্রের আঘাতে সাংবাদিক তুরাবের মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন ও নাক ফেটে রক্ত বের হয়। এছাড়াও পুরো শরীরে দেশীয় অস্ত্রের লীলাফুলা জখম হয়েছে।

এসময় তার সাথে ফটো সাংবাদিক আজমল আলীও গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

January 2022
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

………………………..