কমিউনিটি নেতার উপর সন্ত্রাসী হামলার নিন্দা, ৯ জানুয়ারি সংবাদ সম্মেলন

প্রকাশিত: ১১:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২২

কমিউনিটি নেতার উপর সন্ত্রাসী হামলার নিন্দা, ৯ জানুয়ারি সংবাদ সম্মেলন

১৯৭৮ সালে বিলেতের মাটিতে বর্ণবাদ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব এ. কে. আজাদ কনোর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়েছেন বাংলামেলা বার্মিংহাম লিমিটেডের নেতৃবৃন্দ। শনিবার এক প্রেসবিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ এ প্রতিবাদ জানান।

এক যুক্ত বিবৃতিতে বাংলামেলা বার্মিংহাম লিমিটেডের চেয়ারম্যান মো. জয়নাল আহমেদ, ভাইস চেয়ারম্যান দুদু মিয়া, সেক্রেটারী জেমস রয়, অর্গানাইজার সেক্রেটারী বিপাশা জান্নাত স্বপ্না, মার্কেটিং সেক্রেটারী জাহেদ আহমদ মিন্টু বলেন, কমিউনিটি ব্যক্তিত্ব এ. কে. আজাদ কনোর উপর সন্ত্রাসী হামলা একটি জঘন্যতম অপরাধ। এ ধরনের অপরাধীদের কঠোর হস্তে দমন করতে হবে। আর তা না হলে তাদের অপরাধের প্রবণতা দিন দিন বাড়তেই থাকবে। বক্তারা অনতিবিলম্বে এ. কে. আজাদ কনোর এর উপর হামকালীদের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান। বক্তারা বলেন, নজরুল ইসলাম, আমিরুল ইসলাম বেলাল, আব্দুল চৌধুরী সুমন চিন্তামনি, হাফিজ কবির আহমদ, আবু হায়দার চৌধুরী সুইট, কাজী লোকমান, সুহেল আহমদ সহ অজ্ঞাত আরো কয়েকজন সন্ত্রাসী মিলে প্রবীণ এই নেতার উপর হামলা চালায়। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পূণরাবৃত্তি না ঘটে, এজন্য তাদের দৃষ্টান্তমূলক শাস্তি পাওয়া উচিত। তাদের বিরুদ্ধে ইতিমধ্যে যুক্তরাজ্যের সন্ত্রাস বিরোধী আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থার প্রক্রিয়া শুরু হয়েছে।

এদিকে বাংলা মেলা বার্মিংহাম লিমিটেডের পক্ষ থেকে কমিউনিটি ব্যক্তিত্ব এ. কে. আজাদ কনোর এর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় ৯ জানুয়ারি বেলা ১টায় আসটোন বার্মিংহাম ভিউ ভিলা কমিউনিটি সেন্টারে এক প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। উক্ত সংবাদ সম্মেলনে এ ঘটনার সাংগঠনিক ব্যবস্থা ও সামাজিক অরাজকতা প্রতিহত করতে সকলের মূল্যবান বক্তব্য প্রদানের মাধ্যমে পদক্ষেপ গ্রহণে বিশেষ ভূমিকা রাখার জন্য আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তি

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

January 2022
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

………………………..