সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:৫৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ৯, ২০২২
নিজস্ব প্রতিবেদক :: দেশব্যাপী মাদকবিরোধী অভিযান চলছে। এর অংশ হিসেবে সিলেটেও প্রতিদিন চলছে অভিযান। আটক হচ্ছে মাদকসেবী ও বিক্রেতারা। উদ্ধারও হচ্ছে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য। কিন্তু তা আশানুরূপ নয় বলে দাবি করছেন সচেতন মহল। তারা মনে করছেন, কিছু চিছকে মাদক বিক্রেতা ও মাদকসেবীদের গ্রেফতার করতে পারলেও আজোবধি উল্লেখযোগ্য কোনো মাদক ব্যবসায়ী বা মাদক সম্রাটকে আটক করতে পারেনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এমনকি তাদের কোনো আস্তানায় অভিযান কিংবা মাদক উদ্ধারও হয়নি। অবশ্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল ব্যক্তিরা জানিয়েছেন, মাদক সম্রাট ও তার লোকজন অনেকেই গা ঢাকা দিয়েছে। তাদের আস্তানাগুলোও বন্ধ রয়েছে। তাদের ধরতে অভিযান চলছে। তবে নগরীর কাষ্ট ঘরের শীর্ষ মাদক ব্যবসায়ী শান্তি এখনো ধরাছোয়ার বাইরে।
দীর্ঘদিন ধরে সিলেট নগরী ও এর আশপাশ এলাকা এবং সীমান্তে একাধিক শক্তিশালী চক্র ইয়াবা, ফেনসিডিল, বিভিন্ন ধরনের মদ, বিয়ার, হেরোইন ও গাঁজার চোরাচালান ও ব্যবসা করে আসছে। সিলেট নগরী ও এর আশপাশ এলাকায় অর্ধশতাধিক স্পটে মাদক পাচার বিকিকিনি হয়। এসব স্পটের মধ্যে রয়েছে দক্ষিণ সুরমার পুরনো ও নতুন রেলওয়ে স্টেশন, একই এলাকার চান্দের বাড়ি, ডগরপার, আখতারের কলোনি, কীনব্রিজের নিচ, চাঁদনীঘাট, ঝালোপাড়া, বাস টার্মিনাল, টিলাগড়, নগরীর কাষ্টগড়ের সুইপার কলোনি, মুন্সীপাড়া শফিকের কলোনি, মহাজনপট্টি, লালদীঘিরপাড়, ভার্থখলা, শিববাড়ী, কাজিরবাজার এবং শহরতলির সালুটিকর, শাহপরান বাজার এলাকা, টুকেরবাজার নদীরপাড়, বিমানবন্দর এলাকার রঙিটিলা। এসব এলাকায় এখনও কোনো অভিযান হয়নি কিংবা যারা ওইসব স্পট যারা নিয়ন্ত্রণ করে, তাদের আটক করতে পারেনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মাদকদ্রব্যের মধ্যে সহজভাবে বহনযোগ্য ইয়াবার নেটওয়ার্ক এখন সর্বত্র।
সম্প্রতি বেশকিছু অভিযান চালালেও ওইসব এলাকার মাদক ব্যবসায়ীদের আটক বা তাদের আস্তানায় অভিযান চালানো হয়নি।
এ প্রসঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর এক পদস্ত কর্মকর্তা বলেন, মাদকবিরোধী অভিযান গুরুত্ব দিয়েই চলছে। অনেকে গা ঢাকা দিয়েছে। আস্তানায় মাদক বিক্রি তারা বন্ধ করে দিয়েছে। গডফাদারদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। শিগগিরই বড় মাদক ব্যবসায়ীদের ধরা হবে।
সচেতন মহল বলছেন- বিভিন্ন সময় অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাদক উদ্ধার করছে, মাদকসেবী ও ব্যবসায়ীদের আটক করছে- এটি নগরবাসীর জন্য সুখবর। কিন্তু গডফাদাররা সব সময় আড়ালে থেকে যায়। তাদের আটক করতে না পারলে সুফল আসবে না।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd