সিলেটে নিয়ন্ত্রণহীন করোনা : ২৪ ঘণ্টায় আক্রান্ত দুই শতাধিক

প্রকাশিত: ১২:০৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২২

সিলেটে নিয়ন্ত্রণহীন করোনা : ২৪ ঘণ্টায় আক্রান্ত দুই শতাধিক

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটে করোনাভাইরাসের সংক্রমণ এখন নিয়ন্ত্রণহীন। সর্বশেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত দুই শতাধিক রোগী শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ১৭ শতাংশের বেশি।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে সিলেট বিভাগের নমুনা পরীক্ষা করা হয় ১১৭৯টি। এর মধ্যে ২০৯ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ১৭ দশমিক ৭৩ ভাগ। শনাক্তদের মধ্যে ১৪৭ জনই সিলেট জেলার। বাকিদের মধ্যে সুনামগঞ্জের সাতজন, মৌলভীবাজারের ২৯ ও হবিগঞ্জের ২৬ জন রয়েছেন।

বর্তমানে এই বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা ৫৬ হাজার ৬৪ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় মাত্র ১০ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। সব মিলিয়ে সুস্থ রোগীর সংখ্যা ৫০ হাজার ১৮৫ জন। সিলেট বিভাগে করোনায় মারা গেছেন ১ হাজার ১৮৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, চলতি মাসের শুরু থেকে সিলেটে করোনা রোগীর সংখ্যা হু হু করে বাড়ছে। স্বাস্থ্যবিধি না মানলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

January 2022
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

………………………..