সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২২
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ বলেছেন কোম্পানীগঞ্জের পাথর কোয়ারি খুলে দেওয়া না হলে সিলেট ৪ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদকে কোম্পানীগঞ্জে অবাঞ্ছিত ঘোষনা করা হবে বক্তব্যটি সম্পর্ণ ভুল ক্রমে মুখ বেরিয়ে এসেছে। এজন্য তিনি আন্তরিক ভাবে দুঃখিত। তিনি উপজেলার পাথর শ্রমিকদের কষ্ট দেখে এমন ভুল বক্তব্য দিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ।
শনিবার (২২ জানুয়ারি) উপজেলা চেয়ারম্যান শামীম আহমদের এমন একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
এর আগে শুক্রবার (২১ জানুয়ারি) উপজেলার ইসলামপুর পশ্চিম ইউপির আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আলকাছ আলীর নৌকা মার্কার সমর্থনে আয়োজিত বাগারপাড় এলাকায় এক সমাবেশে এসব কথা বলেন তিনি।
সমাবেশ উপস্থিত স্থানীয়রা জানান, উপজেলা চেয়ারম্যান শামীম আহমদ সভায় বলেন ইউপি নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিলে স্থানীয় মন্ত্রী ইমরান আহমদের সাথে আলোচনা করে কোম্পানীগঞ্জের সকল পাথর কোয়ারি খুলে দেওয়া হবে। যদি মন্ত্রী পাথর কোয়ারি খুলে না দেয় তাহলে সবাই মিলে মন্ত্রীকে কোম্পানীগঞ্জ অবাঞ্ছিত ঘোষনা করব বক্তব্যেটি সম্পর্ণ ভুল।
ঐ সভায় সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, জেলা আওয়ামীলীগের সাঙ্গঠনিক সম্পাদক এড. মাহফুজুর রহমান, আইন বিষয়ক সম্পাদক এড. আজমল আলী, দপ্তর সম্পাদক জগলু চৌধুরী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলী আমজদ, উপজেলা যুব লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারণ ফারুকুজ্জান রানাসহ জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা চেয়ারম্যান শামীম আহমদ তার নিজস্ব ফেসবুক আইডি থেকে একটি পোষ্ট করেন। তা হুবহু তোলে ধরা হলো ‘কোম্পানীগঞ্জ উপজেলাবাসী আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে, গতকাল নৌকা মার্কার সমর্থনে নির্বাচনী জনসভায় আমার বক্তব্যে ভুল ক্রমে একটি কথা চলে আসছে যাহা সম্পুর্নভাবে আমার অনিচ্ছায়, এজন্যই আমি আন্তরিক ভাবে দুঃখিত এবং আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি আপনারা আমার এই ভুল বক্তব্যকে ভুল হিসেবে বিবেচনা করবেন।’
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd