সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২২
নিজস্ব প্রতিবেদক :: সিলেটে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হাসপাতাল আল-হারামাইন। রোগীদের চিকিৎসা সেবায় যেমন আন্তরিক, তেমনি হাসপাতালের স্টাফদের শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনে যথেষ্ট যত্নবান।
হাসপাতালের দায়িত্ব ও কর্তব্য পালন যেন স্টাফদের উপর অত্যাধিক বোঝা না হয়ে যায় সে জন্য তাদের মানসিক চাপ কমাতে রাখা হয়েছে বিনোদনমূলক বিভিন্ন ব্যবস্থা। কায়িক ও মানসিক উৎকর্ষ এবং উন্নতি সাধনে মাঝে মাঝে স্টাফদের বিনোদনের জন্য পিকনিক এর ব্যবস্থা করা হয়। বিভিন্ন পর্যটন স্পট ও দর্শনীয় স্থানে তাদের নিয়ে যাওয়া হয়। মাঝে মধ্যে স্টাফ বৈঠক করে খোলামেলা আলাপ-আলোচনা করা হয়।
স্টাফদের মধ্যে কারো ব্যক্তিগত বা সমষ্টিগত কোন সমস্যা আছে কিনা জানার চেষ্টা করা হয়। সমস্যার উদ্ভব ঘটলে সেটা কিভাবে সমাধান করা যায় সে বিষয়ে পরামর্শও নেওয়া হয়। বাড়িয়ে দেওয়া হয় সার্বিক সহযোগিতার হাত। অনেক ক্ষেত্রে ট্রেনিং এর ব্যবস্থা করে তাদের পেশাগত মান উন্নয়ন করা হয়।
এভাবে তাদেরকে শারীরিক ও মানসিক ভাবে গড়ে তোলা হয় উন্নত ও মানসম্মত স্টাফ করে। যাতে আল-হারামাইন ছাড়াও যে কোন কর্মক্ষেত্রে অধিক যোগ্যতা ও দক্ষতার পরিচয় দিতে পারে। উন্নত মন ও মানসিকতার সেবাধর্মী স্টাফ গঠনে আল-হারামাইন এর ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। কর্তৃপক্ষের সর্বদা এমন উদ্ধোগে আনন্দিত-কৃতজ্ঞ আল-হারামাইন হাসপাতালের নার্সিং সুপারভাইজারসহ সকল স্টাফরা।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd