গোয়াইনঘাটে জনতার হাতে দুই গরু চোর আটক

প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২২

গোয়াইনঘাটে জনতার হাতে দুই গরু চোর আটক

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় গরু চুরি করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা চোরাইকৃত ৫ টি গরুসহ ২ চোরকে আটক করে পুলিশে সোর্পদ করেছে। গত বুধবার রাতে উপজেলার তোয়াকুল ইউনিয়নের শাহপুর গ্রামের সামন থেকে চোরাইকৃত গরুসহ তাদেরকে আটক করে পুলিশে সোর্পদ করে।

এ ব্যাপারে গোয়াইনঘাট থানায় আটককৃত ২ চোরের বিরুদ্ধে মামলা রুজু করার প্রস্তুতি চলছে। আটককৃত চোরেরা হলো উপজেলার তোয়াকুল ইউনিয়নের হুসন আহমদ ও আব্দুর রহমান। তাদের মধ্যে একজনের বাড়ি তোয়াকুল ইউনিয়নের কান্দি গ্রাম ও একজনের বাড়ি বৌলগ্রাম।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, আটককৃত হুসন ও আব্দুর রহমান উপজেলার রুস্তমপুর ইউনিয়নের লামনী পশ্চিম পার রায়গড় গ্রামের আব্দুল খালিকের বাড়ি থেকে গরু চুরি করে গাড়িতে নিয়ে আসার সময় জনতার হাতে ৫টি গরুসহ ২জন চুরকে আটক করা হয়।

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ পরিমল চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

January 2022
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

………………………..