সিলেট ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২২
জুড়ী(মৌলভীবাজার) প্রতিনিধি :: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা নিঃশর্ত মুক্তির দাবিতে ২৭-০২-২০২২ ইং তারিখে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা বি এনপির ডাকে এক বিশাল মানববন্ধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপি’র সভাপতি নাসেম আহমদ, উপজেলা বিএনপি সভাপতি নাসির উদ্দিন মিটু, সাধারণ সম্পাদক খন্দকার জাফরুল্লাহ (কামরান) সহ উপজেলার কমিটির সকল সদস্য বৃন্দ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির নির্দেশনা মূলক আলোচনা করা সহ বেগম খালেদা জিয়া উপর মিথ্যা মামলা ও জেল থেকে মুক্তির দাবি এবং সৈরাচার শেখ হাসিনার পদত্যাগ সহ বিভিন্ন বিষয়ে বক্তৃতা পেশ করা হয়।
মানব বন্ধন শেষে এক বিশাল রেলি বের হয়।রেলি চলাকালীন হঠাৎ আওয়ামী লীগ, যুব লীগ, সেচ্ছাসেবক লীগ ধাওয়া-পাল্টা হামলা শুরু করে, এতে ২৫ জনের মত আহত হন।এসময গুরুতর আহত হন জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের ছাত্রদলের সভাপতি মোঃ নাজিম উদ্দীন, সেক্রেটারি হুসাইন আহমদ, সদর জায়ফরনগর ইউনিয়নের চাটেরা গ্রামের বাসিন্দা যুবদল এর শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ সাইফুর রহমান এবং কয়েকজন পথচারী, ব্যবসায়ি।
ঘঠনার পরে জুড়ী থানায় সাধারণ ডায়েরি করা হয়। কর্তব্যরত পুলিশ কর্মকর্তার সুষ্ঠ তদন্তে আওয়ামী লীগের বেশ কয়েকজনকে আটক করা হয় এবং আহতদের বিভিন্ন হসপিটালে পাঠানো হয়।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd