সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:৪৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২২
নবীগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বান্দের বাজার নামক স্থানে আওয়ামীলীগ কর্মী ইমন খান হত্যা মামলার ৩ং আসামী প্রদীপ দাস(২৫) ও ৪ নং আসামী রাজন দাস(২১) কে গোপন সংবাদের ভিক্তিতে গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকাণ্ডে দায়ের করা মামলায় এপর্যন্ত মোট চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সাথে কথা বললে তিনি জানান মামলার অপর দুই আসামীকে গ্রেপ্তারের জন্য সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং গ্রেফতার কৃত চার জনই নবীগঞ্জ উপজেলা বিএনপির সক্রিয় কর্মী।এব্যাপারে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় মামলার অপর দুই আসামী অন্তু দাস একজন ছাত্র এবং অপর জন তথা মামলার এজাহার নামীয় প্রদান আসামী মিঠুন দাস(২৬) একজন প্রতিষ্টিত ব্যবসায়ী। তাদেরকে উদ্দেশ্য প্রনোদিত ভাবে এই মামলায় অভিযুক্ত করা হয়েছে। উল্লেখ্য যে গত ১৫/০১/২০২২ ইং তারিখে বিএনপির মিছিল কে কেন্দ্র করে সংঘর্ষে আওয়ামীলীগ কর্মী ইমন খান গুরুতর আহত হয়ে ঐদিন রাতেই চিকিৎসাধীন অবস্থায় অতিরিক্ত রক্ত ক্ষরনে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd