সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:৪৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২২
ক্রাইম সিলেট ডেস্ক : সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জে পুলিশের নির্যাতনে উজির মিয়া (৪০) নামের এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় শান্তিগঞ্জ থানা থেকে বদলী হওয়া দিরাই থানায় কর্মরত উপ পুলিশ পরিদর্শক দেবাশীষ সূত্রধরকে ক্লোজড করে সুনামগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
আজ শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে দিরাই থানা থেকে উপ পুলিশ পরিদর্শক দেবাশীষ সূত্রধরকে ক্লোজড করে সুনামগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন।
এর আগে উজির মিয়া নিহতের পর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনোয়ারুল হালিমকে প্রধান করে তিন সদস্যর তদন্ত কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক। ঐদিন উজির মিয়াকে নির্যাতনের সঙ্গে জড়িত থাকায় উপ পুলিশ পরিদর্শক দেবাশীষ সূত্রধরকে তাৎক্ষণিক শান্তিগঞ্জ থানা থেকে দিরাই থানায় বদলী করা হয়।
ঘটনার পর শুক্রবার বিকেলে পরিকল্পনান্ত্রী এমএ মান্নান নিহত উজির মিয়ার বাড়িতে গিয়ে পরিবারের লোকজনদেরকে সুষ্ঠ বিচারের আশ্বাস দেন।
উল্লেখ্য, গত বুধবার ৯ ফেব্রুয়ারি রাতে একটি গরু চুরির মামলার সন্দেহ জনক আসামি হিসেবে নিজ বাড়ি থেকে নিহত উজির মিয়াকে গ্রেপ্তার করে শান্তিগঞ্জ থানা পুলিশ।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) আদালত থেকে জামিন পেয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে আসেন। ২১ ফেব্রুয়ারি উজির মিয়া নিজ বাড়িতে অসুস্থতা আরও বাড়লে স্থানীয় কৈতক হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
পরে গতকাল (২১ ফেব্রুয়ারি) বিকেলে নিহত উজির মিয়ার স্বজনরা পুলিশের নির্যাতনে উজির মিয়ার মৃত্যুর অভিযোগ করে পাগলা বাজারে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে। পরে অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ ঘটনাস্থলে পৌছে শান্তিগঞ্জ উপজেলার উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ এলাকাবাসীকে ন্যায় বিচারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।
বর্তমানে জেলা প্রশাসক কর্তৃক ৩ সদস্য বিশিষ্ট পৃথক ২ টি তদন্ত কমিটির মাধ্যমে উজির মিয়ার নিহতের ঘটনার তদন্ত চলছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd