সিলেট ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২২
গোয়াইনঘাট প্রতিনিধি : আগামী নির্বাচনকে সামনে রেখে দলকে আরও গতিময় ও ‘স্মার্টার’ করাই চ্যালেঞ্জ হিসেবে দেখছেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। বুধবার (১৬মার্চ) বিকেল ৫টায় সাবেক চেয়ারম্যান লুৎফুল হক খোকন’র বাস ভবনে গোয়াইনঘাট উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় আগামী ২১মার্চ সিলেট জেলা বিএনপির সম্মেলনকে সফল করার লক্ষ্যে সিলেট জেলা বিএনপির সভাপতি পদ প্রার্থী সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী গোয়াইনঘাট উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।
মতবিনিময়কালে তিনি বলেন, দলের চ্যালেঞ্জ হলো আগামী নির্বাচনকে সামনে রেখে পার্টিকে আরও গতিময় করা, স্মার্টার করা এবং ছোটখাট যে সমস্যাগুলো আছে ইন্টারনাল ডিসিপ্লিন ফিরিয়ে এনে দলকে সুসংগঠিত করে নির্বাচনের সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে। বিভিন্ন সময়ে হাইব্রিড নেতাদের বিষয়ে সমালোচনা করে তিনি বলেন, যাতে বসন্তের কোকিলরা এসে দুঃসময়ের কর্মীদের কোনঠাসা করে না ফেলে। তাতে দল দুর্বল হয়ে যাবে। দুঃসময়ে যারা জেল-জুলুম-নির্যাতন সয়েছে, তারা যদি কোনঠাসা হয়ে পড়ে তাহলে দল দুর্বল হয়ে পড়বে। একটা স্ট্রং টিম ওয়ার্ক করে শক্তিশালী সরকারের পাশাপাশি শক্তিশালী দলও আমরা গড়ে তুলবো।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, সিলেটে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এবং লেংঙ্গুড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লুৎফুল হক খোকন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মাহবুব আহমদ, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা যুবদলে আহবায়ক শাহজাহান সিদ্দিকী, সিনিয়র যুগ্ম আহবায়ক ও সবেক চেয়ারম্যান খালেদ আহমদ, সেচ্ছাসেবক দলের আহবায়ক আহমেদ হুমাইউন জামাল, সদস্য সচিব ও রুস্তমপুর ইউনিয়ন পরিষদ বর্তমান চেয়ারম্যান শাহাবুদ্দিন শিহাব, বিএনপি নেতা উসমান গণি মেম্বারসহ গোয়াইনঘাট উপজেলা বিএনপির সকল ইউনিয়নের সর্বস্থরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd