সিলেট ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২২
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট মহানগর যুবলীগের ১২ নং ওয়ার্ড সভাপতি শামীম আহমদসহ তিনজের বিরুদ্ধে চাঁদাবাজী মামলা রুজু করেছে সিলেট কোতোয়ালি থানা পুলিশ।
এ মামলায় শাহীনুর রহমান শাহিন নামের সহযোগী আসামিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর রাতে তাকে শেখঘাট এলাকা থেকে আটক করা হয়। আজ বৃহস্পতিবার আসামী শাহিনকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
পুলিশ জানায়, নগরীর শেখঘাট শুভেচ্ছা ২৯৭ নম্বর বাসার বাসিন্দা আমেরিকা প্রবাসী ফররুখ আহমদ মনির মিয়ার পক্ষে তার কেয়ারটেকার আজম আলী বাদি হয়ে এই মামলা (নং ৪৫) দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়, শুভেচ্ছা ২৫০ নম্বর বাসার বাসিন্দা মৃত মুহিবুর রহমানের ছেলে ১২ নং ওয়ার্ডের যুবলীগের সভাপতি শামীম আহমদ আমেরিকা প্রবাসী ফররুখ আহমদের দোকান কোঠার একটি জাল ভাড়াটিয়া চুক্তিনামা করেন। ওই চুক্তিনামা দিয়ে তিনি দোকানকোঠা আত্মসাতের পাঁয়তারা করছেন।
একপর্যায়ে প্রবাসী ফররুখ আহমদের কাছে মোবাইলফোনে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ বিষয়ে ১২ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শামীম আহমদ বলেন,‘ মামলার বিষয়টি আমি জানি না। এটা আমার দোকান।’
সিলেট কোতোয়ালি মডেল থানার এসআই মামলার তদন্ত কর্মকর্তা অনঞ্জন দেব নাথ বলেন,‘ শামীমসহ তিনজন এই মামলার আসামি। তাদের বিরুদ্ধে চাঁদাবাজী, জালিয়াতি ও প্রতারণার অভিযোগে মামলা রুজু হয়েছে। এ মামলায় একজন আসামি শাহিনকে আটক করে পুলিশ।’
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd