সিলেট ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:০০ পূর্বাহ্ণ, মার্চ ১৯, ২০২২
শ্রীমঙ্গল সংবাদদাতা :: শ্রীমঙ্গল উপজেলায় এক স্কুল শিক্ষিকাকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ওই শিক্ষিকার স্বামীকে আটক করেছে।
জানা গেছে, শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোডস্থ জনৈক লোকের বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন সোনাছড়া চা বাগানের বাসিন্দা সিউধনী কুর্মীর ছেলে ব্যাংকার সনজয় কুর্মী ও তাঁর স্ত্রী মির্জাপুর ইউনিয়নের চাতল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ঝর্না কুর্মী। শুক্রবার দুপুরের পর সনজয় কুর্মী বাসায় এসে দেখেন তাঁর স্ত্রী ঝর্না কুর্মী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সনজয় কুর্মী সাথে সাথে মোবাইল ফোনে তাঁর শাশুড়ীকে বিষয়টি জানালে তারা এসে দেখেন গলায় ফাঁস লাগানো অথচ হাঁটু ফ্লোরের মধ্যে লাগানো। তাদের ধারনা সনজয় কুর্মী হত্যা করে আত্মহত্যার নাটক সাজিয়েছেন।
ঝর্নার পা মাটিতে লাগানো। পাশে স্বামীকে নিয়ে যাচ্ছে পুলিশ
শ্রীমঙ্গল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরন করেছেন এবং সনজয় কুর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।
শিক্ষিকা ঝর্নার পরিবারের দাবি তাদের মেয়েকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজিয়েছেন। প্রশাসনের কাছে জোর দাবি সঠিক তদন্ত করে ঝর্না হত্যার সাথে জড়িতদের গ্রফতার করে আইনের আওতায় শাস্তি প্রদান করা হোক।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd