গোয়াইনঘাটে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন মন্ত্রী ইমরান

প্রকাশিত: ১১:১৯ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২২

গোয়াইনঘাটে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন মন্ত্রী ইমরান

নিজস্ব প্রতিবেদক : সোমবার দিনভর গোয়াইনঘাটে ব্যস্ততম দিন অতিবাহিত করলেন সরকারের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি। সকাল ১০ টা হতে শুরু করে উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের উদ্বোধন করেছেন তিনি।

শুরুতেই উপজেলা সদরের অদূরে অবস্হিত গোয়াইনঘাট ইমরান আহমদ বালিকা বিদ্যালয়ের গভর্নিং বডির সভায় অংশগ্রহণ করেন। পরে বিদ্যালয়ের নির্মিয়মান ভবনের নির্মাণ কাজ পরিদর্শন করেন তিনি। এরপর উপজেলা সদরের বিয়াম ল্যাবরোটারী স্কুল মাঠে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণ উদযাপন উপলক্ষে উন্নয়ন মেলার উদ্বোধন,মুক্তিযুদ্ধ ভিত্তিক ১০০টি ছবি নিয়ে ৩দিন ব্যাপি আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন, সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পে সুবিধাভোগীদের মধ্যে বিভিন্ন সামগ্রী বিতরণ,এনআইএলজি ও উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্যগণের জন্য ‘ইউনিয়ন পরিষদ অবহিতকরণ’ শীর্ষক প্রশিক্ষণ (২১-২৩ মার্চ ২০২২) এর উদ্বোধন, গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেন্ট্রাল অক্সিজেন ও ইকুইপমেন্ট সরবরাহ (জাইকা) উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন-গোয়াইনঘাটের উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ফারুক আহমদ,মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিলুর রহমান,সহকারি কমিশনার (ভূমি)তানভীর হাসান, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, গোয়াইনঘাট থানার বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) পরিমল চন্দ্র দেব,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ১০ পশ্চিম আলীরগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ইমরান হোসেন সুমন,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু সুভাষ চন্দ্র পাল ছানা, সাংগঠনিক সম্পাদক এস, কামরুল হাসান আমিরুল, দপ্তর সম্পাদক ও ৪নং লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান,সদস্য সুবাস দাস,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল হক, ৫নং পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, ৯ নং ডৌবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম নিজাম উদ্দিনসহ রাজনৈতিক ও সরকারি বিভিন্ন কর্মকর্তারা।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

March 2022
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ খবর

………………………..