সিলেটের কদমতলীতে শ্রমিক দল ও শ্রমিক লীগের মধ্যে মারামারি : নিহত ১

প্রকাশিত: ১২:০২ পূর্বাহ্ণ, মার্চ ২১, ২০২২

সিলেটের কদমতলীতে শ্রমিক দল ও শ্রমিক লীগের মধ্যে মারামারি : নিহত ১

স্টাফ রিপোর্টার : সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন ২৬ নং ওয়ার্ডের কদমতলী চৌরাস্তার মোড়ে শ্রমিক দল ও শ্রমিক লীগের মধ্যে মারামারির ঘটনায় একজন রিকশাচালক নিহত হন। খবর নিয়ে জানা যায়, গত কাল ২০/৩/২০২২ ইং তারিখে দুপুর আনুমানিক ২ ঘটিকার দিকে সিলেট জেলা ট্রাক-পিকআপ কাভার্ড ভ্যান শ্রমিক সংগঠনের কিছু নেতাকর্মী অন্যায় ভাবে তাদের গাড়ি ভাংচুরের প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সমাবেশের এক পর্যায়ে শ্রমিক লীগের মতাদর্শী নেতাকর্মীদের সাথে শ্রমিক দলের কর্মী সমর্থকদের হাতাহাতির ঘটনা শুরু হয়। পরবর্তীতে উক্ত ঘটনাটি মারামারির পর্যায়ে রুপ নিলে শ্রমিক লীগের সিনিয়র নেতা জুবের খান সহ একাদিক নেতাকর্মী আহত হন এবং শ্রমিক লীগের কর্মী রিকশাচালক রিয়াজ আহমদ গুরুতর আহত হইলে তাহাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাহাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে শ্রমিক লীগের সভাপতি শামিম আহমদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, শ্রমিক দলের উশৃংখল নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশের নামে তাহাদের কর্মীদের ওপর অতর্কিত হামলা করে। এতে তাদের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত সহ একজন কর্মী নিহত হয়। এ ঘটনায় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জনাব আব্দুল আহাদ বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন : ১। মইনুল ইসলাম, ২। রাজন তালুকদার ৩। কিবরিয়া মিয়া ৪। মনসুর মিয়া ৫। মিঠু মিয়া ৬। সাগর মিয়া ৭। প্রদীপ দাস ৮। রকিব আহমদ ৯। সালমান আহমদ রানা ১০। আজমল আলী সহ অজ্ঞাতনামা ১০/১২ জন। এ ঘটনার বিষয়ে দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ জনাব গৌছুল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান ঘটনাটি খুবই দুঃখজনক এবং থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

March 2022
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ খবর

………………………..