আরজেএফ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পাচ্ছেন ৬ সাংবাদিক

প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২২

আরজেএফ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পাচ্ছেন ৬ সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক: আরজেএফ বেষ্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২২ এ মনোনীত হয়েছেন দেশের ৬ জন উদীয়মান তরুণ সাংবাদিক। রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর জুরীবোর্ড এর চেয়ারম্যান ও এস এ টিভির হেড অব নিউজ মাহমুদ আল ফয়সাল, জুরীবোর্ড সদস্য দৈনিক আজকের সংলাপ সম্পাদক সালাম মাহমুদ, জুরীবোর্ড সদস্য সাপ্তাহিক আমাদের আলফাডাঙ্গা পত্রিকার সম্পাদক সেকেন্দার আলম শেখ সর্বসম্মতিক্রমে এ মনোনয়ন প্রদান করেন। এবছর যারা আরজেএফ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পাচ্ছেন তারা হলেন সংবাদ সম্পাদনায় দৈনিক মুক্ত খবরের হেড অব নিউজ মহসীন আহমেদ স্বপন, অর্থনৈতিক রিপোর্টিং এ ব্যাংক বীমা শিল্প পত্রিকার সম্পাদক আবুল বাশার হাওলাদার, আঞ্চলিক সাংবাদিকতায় সিদ্দিরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ এইচ ইমরান, রাজনৈতিক প্রতিবেদনে নাটোর জেলার সিংড়া উপজেলার দৈনিক ইত্তেফাক ও মাই টিভি’র প্রতিনিধি মোঃ রাজু আহমেদ, উন্নয়ন সাংবাদিকতায় দৈনিক খবরপত্রের মৌলভী বাজার জেলার কোমলগঞ্জ উপজেলার দৈনিক খবরপত্র প্রতিনিধি আব্দুল বাছিত খান ও তৃণমূল অনুসন্ধানী সাংবাদিকতায় দৈনিক সিলেট এক্সেপ্রেসের বার্তা সম্পাদক মোঃ আবুল হোসেন।
আগামী ২৮ মার্চ বিকাল ৩টায় ঢাকার কেন্দ্রীয় কচিকাঁচা মেলা মিলনায়তনে এক অনুষ্ঠানের তাদেরকে এ সম্মাননা প্রদান করা হবে। উক্ত অনুষ্ঠান উদ্বোধন করবেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক সেনাপ্রধান ও রাষ্ট্রদূত লেঃ জেনারেল (অবঃ) এম হারুন-অর-রশিদ বীর প্রতিক, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানী লিঃ এর পরিচালক ড. এস এম জাহাঙ্গীর আলম, বাংলাদেশ আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক ড. খান আসাদুজ্জামান, এসডিএস’র নির্বাহী পরিচালক রাবেয়া বেগম, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুলসহ দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আরজেএফ’র চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করবেন আরজেএফ’র ভারপ্রাপ্ত মোঃ আল-আমিন শাওন। প্রতি বছর আরজেএফ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য গণমাধ্যম কর্মীদের সম্মাননা প্রদান করে থাকেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

March 2022
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ খবর

………………………..